একই দিনে দুটি দুর্ঘটনা! মাল মহকুমায় ‘ঘাতক গতি’র বলি ২ যুবক! সাইলি ও সামসিংয়ে মৃত্যুর ছায়া—কী ঘটল রাতে?

জলপাইগুড়ি জেলার মাল মহকুমায় একই দিনে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাইলি ও সামসিং, দুটি আলাদা এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটেছে। একজন গুরুতর আহত তরুণ বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে মাল ব্লকের সাইলি চা বাগান এলাকার ৭১৭ নম্বর জাতীয় সড়কে। সাইলি হাটের দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন আলাদিন আনসারি (৩০)। সেই সময় উল্টো দিক থেকে অতিরিক্ত গতিতে ছুটে আসা একটি ‘ম্যাজিক’ গাড়ি সজোরে তাঁর স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই আলাদিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে এবং ধরপাকড়ের জন্য চারিদিকে খোঁজ চলছে।
অন্যদিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সামসিং থেকে ফেরার পথে। মেটেলি ব্লকের বাতাবাড়ির বাসিন্দা সুমিত রায় (২৬) তাঁর বন্ধু মল্লিক রায়ের সঙ্গে বাইকে সামসিং ঘুরে ফিরছিলেন। ইংডং চা বাগান মোড়ে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দু’জনকেই মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হলে, চিকিৎসকরা সুমিতকে মৃত ঘোষণা করেন। তাঁর বন্ধু মল্লিক রায় বর্তমানে সিসিইউতে ভর্তি, তাঁর অবস্থাও উদ্বেগজনক।
একদিনে দুই যুবকের এই অকাল মৃত্যু মাল মহকুমায় গভীর শোকের সৃষ্টি করেছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং এবং রাস্তাঘাটের অব্যবস্থা আবারও এলাকাবাসীর নিরাপত্তার প্রশ্নকে সামনে এনেছে।