দিল্লি বিস্ফোরণের পর হাওড়া-শিয়ালদা স্টেশনে নিরাপত্তা জোরদার, যাত্রীদের ব্যাগ ও গাড়িতে চলছে তল্লাশি

দিল্লির লালকেল্লার কাছে হাইপ্রোফাইল জোনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। এর মধ্যেই আবার জম্মু ও কাশ্মীরের নওগাম থানা বাজেয়াপ্ত বিস্ফোরক ফেটে কার্যত ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার:
নাকা তল্লাশি: হাওড়া ও শিয়ালদা স্টেশনে দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশনমুখী গাড়িগুলিতে। সন্দেহজনক কিছু মনে হলেই চলছে জিজ্ঞাসাবাদ।
নজরদারি: RPF (Railway Protection Force)-এর পাশাপাশি নজরদারি করা হচ্ছে বম্ব স্কোয়াডের তরফেও।
স্টেশনের গুরুত্ব: হাওড়া স্টেশন ভিনরাজ্য থেকে এরাজ্যে ঢোকার অন্যতম গেটওয়ে। শিয়ালদা থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। তাই এই দুই স্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে।
রেলমন্ত্রকের নির্দেশ:
রেলমন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত হাওড়া ও শিয়ালদা—এই দুই স্টেশনে RPF কর্মীদের কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। এছাড়াও, রেলসূত্রে খবর, গুরুত্বপূর্ণ সব স্টেশনেই সিসি ক্যামেরার নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে।
দিল্লিতে বিস্ফোরণের পর রাজধানীতে সন্ত্রাসের সূত্র পোক্ত হচ্ছে বলে তদন্ত যত এগোচ্ছে, ততই আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।