ক্যানিং লোকালে মহিলা কামরায় ছুরি হাতে যুবক! আতঙ্কিত মহিলারা, ট্রেনের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন

ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কামরায় ছুরি হাতে এক যুবক উঠে যাওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ক্যানিং শাখার একটি ট্রেনে ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা আবারও ট্রেনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
জানা গেছে, পুরুষ কামরা ছেড়ে ওই যুবক ছুরি হাতে সরাসরি মহিলা কামরায় প্রবেশ করে। এটি দেখেই ট্রেনের মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত সাহায্য চেয়ে চিৎকার শুরু করেন। যদিও ওই যুবকের উদ্দেশ্য কী ছিল বা তাঁকে আটক করা হয়েছে কিনা, সেই বিষয়ে বিশদ তথ্য এখনও পাওয়া যায়নি।
যাত্রী এবং স্থানীয়দের মতে, যেখানে ট্রেনের মহিলা কামরাগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকার কথা, সেখানে ছুরি হাতে এক যুবকের এইভাবে প্রবেশ করার ঘটনা রেল কর্তৃপক্ষের নজরদারির চরম ব্যর্থতাকেই নির্দেশ করে।
ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল পুলিশ এবং রেল কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।