NDA-কে সমর্থন করে বোন রোহিণীকে দলে আমন্ত্রণ লালু-পুত্রর, তেজস্বীর ঘর ভাঙছে?

সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই লালু প্রসাদ যাদবের পরিবারে রাজনৈতিক ভাঙনের ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। নির্বাচনে লালু-তনয় তেজস্বী যাদব এবং তাঁর দল RJD-র ভরাডুবির পরই বিস্ফোরক পদক্ষেপ নিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব। তাঁর নেতৃত্বাধীন দল, জনশক্তি জনতা দল (JJD), রবিবার দলীয় সভায় বিহারে সদ্য জয়ী এনডিএ (NDA)-কে নৈতিক সমর্থন জানাল।

তেজপ্রতাপের দলের এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষত, নির্বাচনের পরপরই লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য পরিবারের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি করেছেন। এই পরিস্থিতিতে তেজপ্রতাপের ঘোষণা লালু পরিবারে বিভাজনকে আরও জোরালো করল।

JJD-র জাতীয় মুখপাত্র প্রেম যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে তেজপ্রতাপ একটি মিটিং করেছেন। সেই সভাতেই তেজপ্রতাপ তাঁর দিদি রোহিণী আচার্যকে দলের ‘জাতীয় সংরক্ষক’ (National Patron) করার প্রস্তাব দিয়েছেন।

প্রেম যাদব বলেন, “তেজপ্রতাপ জানিয়েছেন, তিনি শীঘ্রই এই বিষয়ে তাঁর দিদি রোহিণীর সঙ্গে কথা বলবেন এবং তাঁকে দলের জাতীয় সংরক্ষক হওয়ার অনুরোধ করবেন।”

তেজপ্রতাপের সঙ্গে লালু প্রসাদ যাদবের পরিবারের রাজনৈতিক ও পারিবারিক মতপার্থক্যের কথা দীর্ঘদিনের। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের পর লালু-তনয়া রোহিণীও প্রকাশ্যে পরিবারের সঙ্গে বিভেদ নিয়ে মুখ খুলেছেন। এমতাবস্থায় তেজপ্রতাপের এই প্রস্তাব তিনি গ্রহণ করেন কিনা, এখন সেটাই দেখার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজপ্রতাপ এখন রাজনীতিবিদ হিসেবে নিজের পরিচয় ও দলের শক্তি বাড়াতে চাইছেন। একদিকে NDA-কে সমর্থন করে প্রাসঙ্গিকতা বজায় রাখা, অন্যদিকে পারিবারিক কোন্দলের সুযোগ নিয়ে রোহিণীকে আমন্ত্রণ জানানো—এই দুটি পদক্ষেপই তাঁর ‘ক্ষমতার সমীকরণে প্রাসঙ্গিক থাকার’ কৌশল হতে পারে।