মাত্র ২৫টি আসন জিতে মুখরক্ষা তেজস্বী যাদবের! অল্পের জন্য পেলেন বিরোধী দলনেতার তকমা

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয়ের সামনে রীতিমতো ধরাশায়ী হয়েছে বিরোধী মহাজোট। গতবার দুর্দান্ত ফল করা আরজেডি-র আসন সংখ্যা কমতে কমতে ২৫-এ দাঁড়িয়েছে। এই বিপর্যয়ের আবহেও অল্পের জন্য বিরোধী দলনেতার (Leader of the Opposition – LoP) আসনে বসার শর্ত পূরণ করতে পারলেন তেজস্বী যাদব।

প্রধান বিরোধী দলের শর্ত পূরণ
বিহার বিধানসভার মোট আসন সংখ্যা হলো ২৪৩টি। বিধানসভার নিয়ম অনুযায়ী, প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার জন্য যে কোনও রাজনৈতিক দলকে মোট বিধানসভা আসনের অন্তত ১০ শতাংশ আসনে জয়ী হতে হয়।

প্রয়োজনীয় আসন সংখ্যা: ২৪৩-এর ১০ শতাংশ অর্থাৎ ২৪টি আসন।

আরজেডি-র জয়: ২৫টি আসন।

আরজেডি ২৫টি আসনে জয়লাভ করায় তারা প্রয়োজনীয় ২৪টি আসনের শর্ত অল্পের জন্য হলেও পূরণ করতে সক্ষম হয়েছে। এই গণিতের জোরেই তেজস্বী যাদব আবারও বিহার বিধানসভায় বিরোধী দলনেতার আসনে বসতে চলেছেন।

বিধানসভায় কঠিন চ্যালেঞ্জ
যদিও প্রধান বিরোধী দলের আসন অক্ষুণ্ণ রইল, তবে বিহার বিধানসভায় নীতীশ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে তেজস্বীকে যথেষ্ট বেগ পেতে হবে।

বর্তমান বিরোধী বিধায়ক সংখ্যা: সবমিলিয়ে বিরোধী শিবিরের কাছে রয়েছে মাত্র ৩৫ জন বিধায়ক।

গতবারের সংখ্যা: গত বিধানসভা নির্বাচনে এই সংখ্যাটা ছিল একশোর উপরে।

বিরোধীদের সম্মিলিত শক্তি এক তৃতীয়াংশের নিচে নেমে আসায়, বিধানসভায় সরকারকে কোণঠাসা করা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আওয়াজ তোলা তেজস্বী যাদবের জন্য এবার এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।