SIR-এর ফর্ম বিলি গাছের ছায়ায়! হাওড়ার রাস্তায় টেবিল চেয়ার পেতে চলছিল কাজ, সাংবাদিক দেখেই তড়িঘড়ি বন্ধ করলেন BLO।

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত কাজের আবহেই হাওড়ায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম বিলির নিয়মের পরিবর্তে, একজন বুথ লেভেল অফিসার (BLO) গাছের ছায়ায় টেবিল-চেয়ার পেতে ফর্ম বিতরণের কাজ করছিলেন। তবে, সাংবাদিকদের দেখতেই তিনি তড়িঘড়ি এই কাজ বন্ধ করে দেন।
গাছের নিচে ‘অস্থায়ী ক্যাম্প’
জানা গিয়েছে, সাধারণত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এন্যুমারেশন ফর্ম বিলি করা, তাদের ফর্ম পূরণে সহায়তা করা এবং তা সংগ্রহ করার কথা BLO-দের। কিন্তু হাওড়ার ওই BLO একটি গাছের ছায়ায় টেবিল ও চেয়ার বসিয়ে একটি অস্থায়ী ক্যাম্পের মতো ব্যবস্থা করেছিলেন। সেখানেই তিনি ভোটারদের ডেকে এনে ফর্ম বিলি করছিলেন। এই পদ্ধতি সরকারি নির্দেশিকার বিরোধী।
সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে এবং ভিডিও করা শুরু করলেই সেই BLO সঙ্গে সঙ্গে টেবিল-চেয়ার সরিয়ে দেন এবং ওই প্রকাশ্য বিতরণ বন্ধ করে দ্রুত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেন।
বিজেপির সমালোচনা
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজেও BLO-রা নিয়মের তোয়াক্কা করছেন না। এই ধরনের ঘটনা শাসক দলের গাফিলতি এবং নজরদারির অভাবকেই স্পষ্ট করে বলে দাবি বিজেপির।