স্কুলে পৌঁছতে ১০ মিনিট দেরি! ১০০ বার ওঠবোসের শাস্তি দিলেন শিক্ষক, শিশু দিবসের দিনই মৃত্যু ১২ বছরের ছাত্রীর।

শিশু দিবসের (Children’s Day) দিনই এক মর্মান্তিক ঘটনায় মহারাষ্ট্রের ভাসাইয়ে ১২ বছরের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠল শিক্ষকের কঠোর শাস্তির কারণে। জানা গিয়েছে, স্কুলে পৌঁছতে মাত্র দশ মিনিট দেরি হওয়ায় ওই ছাত্রীকে একশো বার কান ধরে ওঠবোস করার শাস্তি দেওয়া হয়েছিল।
ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম কাজল গোন্ড (Kajal Gond)। সে ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাইস্কুলের ছাত্রী ছিল।
১০০ বার ওঠবোসের শাস্তি
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (শিশু দিবসের দিন) কাজল স্কুলে পৌঁছতে দশ মিনিট দেরি করে। অভিযোগ, এই সামান্য দেরির শাস্তি হিসেবে ক্লাসের শিক্ষক তাঁকে একশো বার কান ধরে ওঠবোস করতে নির্দেশ দেন। ছাত্রীর পরিবারের অভিযোগ আরও গুরুতর; তাদের দাবি, পিঠে স্কুলের ব্যাগ নিয়েই ওই ছাত্রীকে এই কঠোর শাস্তি পালন করতে বাধ্য করা হয়েছিল।
একশো বার ওঠবোস করার পরই কাজলের কোমরের কাছে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। বাড়ি ফেরার পর তার অবস্থার আরও অবনতি হলে প্রথমে তাকে নালাসোপারার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে তাকে মুম্বইয়ের জে জে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ ও জনরোষ
ছাত্রীর পরিবারের অভিযোগ, শিক্ষকের কঠোর এবং অমানবিক শাস্তির কারণেই কাজলের শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পিঠে স্কুল ব্যাগ থাকার কারণেই তার পিঠ ও কোমরে যন্ত্রণা বেড়েছিল।
এই ঘটনায় স্কুলের অন্যান্য অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) হুঁশিয়ারি দিয়েছে যে, যতদিন না পর্যন্ত দোষীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করছে, ততদিন পর্যন্ত ওই স্কুল খুলতে দেওয়া হবে না।