স্টোরেজ ফুল হওয়ার দিন শেষ! WhatsApp আনছে ‘Chat Cleanup’ নতুন ফিচার, মুছবে শুধু অপ্রয়োজনীয় কনটেন্ট

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য WhatsApp এবার এমন একটি নতুন ফিচার আনছে, যা স্টোরেজ ম্যানেজমেন্টকে আরও দ্রুত, নির্ভুল এবং ব্যবহারবান্ধব করে তুলবে। Android $2.25.34.5$ বেটা সংস্করণে দেখা যাচ্ছে নতুন WhatsApp Chat Cleanup ফিচারটি, যার মূল লক্ষ্য হলো অপ্রয়োজনীয় মিডিয়া মুছে ফেলে স্টোরেজ খালি করা, তবে গুরুত্বপূর্ণ মেসেজ ও ফাইলগুলি নিরাপদ রাখা।নতুন ইন্টারফেস ও রিয়েল-টাইম প্রিভিউএই আপডেটের সঙ্গে যুক্ত হয়েছে একটি রিডিজাইন্ড ইন্টারফেস বা Bottom Sheet Layout। এখন থেকে অপ্রয়োজনীয় কনটেন্ট মুছে ফেলার আগে তার একটি প্রিভিউ দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট ফটো, ভিডিও বা টেক্সট বেছে নিতে পারেন।সবচেয়ে বড় সুবিধা হলো রিয়েল-টাইম স্টোরেজ ডিসপ্লে। এটি তাৎক্ষণিকভাবে দেখাবে যে কোনো ফাইল মুছলে কতটা জায়গা খালি হবে। বড় গ্রুপ চ্যাট বা অ্যাক্টিভ চ্যাট ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি মেনু ঘাঁটাঘাঁটি না করেই দ্রুত স্পেস খালি করতে সাহায্য করবে।গুরুত্বপূর্ণ স্টার করা মেসেজ থাকবে সুরক্ষিতঅনেক সময় চ্যাট ক্লিয়ার করতে গিয়ে স্টার (Starred) করা গুরুত্বপূর্ণ মেসেজও ভুলে ডিলিট হয়ে যায়। এই সমস্যার সমাধানে WhatsApp এবার ক্লিনআপের সময় একটি কনফার্মেশন প্রম্পট যুক্ত করেছে।এই প্রম্পটে অ্যাপ ব্যবহারকারীকে জিজ্ঞাসা করবে যে স্টার করা মেসেজ বা মিডিয়া তারা রাখতে চান কিনা। এর ফলে ভুল করে কোনো গুরুত্বপূর্ণ ছবি, রিমাইন্ডার বা দরকারি তথ্য মুছে যাওয়ার ভয় আর থাকবে না। ব্যবহারকারী সহজেই অপ্রয়োজনীয় কনটেন্ট সরিয়ে ফেললেও দরকারি ফাইলগুলি সম্পূর্ণ নিরাপদ থাকবে।এছাড়া, Clear Chat অপশনটিকেও নতুন করে চ্যাট ইনফো পেজের একেবারে নিচে নিয়ে আসা হয়েছে, যা আইওএস (iOS) লেআউটের মতোই সুবিধাজনক। বর্তমানে এটি নির্বাচিত বেটা টেস্টারের জন্য চালু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।