৭ বছরের শিশুর উপর পাশবিক অত্যাচার! ৬০ বছরের বৃদ্ধকে ২০ বছরের কারাদণ্ড, কোর্টের কঠিন রায়।

অতিরিক্ত দায়রা বিচারক (পকসো আইন) পারুল বর্মার আদালত সাত বছরের এক নাবালিকা শিশুর উপর পাশবিক অত্যাচারের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা দিয়েছে। সরকারি আইনজীবী দেবেন্দ্র ত্রিপাঠী বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন।
মামলার বাদী (ক্ষতিগ্রস্ত শিশুর বাবা) পুলিশকে দেওয়া অভিযোগে জানিয়েছিলেন যে, ২০২৩ সালের ২ জুন রাতে তাঁর সাত বছরের মেয়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় মদ খেয়ে মাতাল হরি প্রসাদ মৌর্য (৬০) তার মেয়েকে ভুল বুঝিয়ে নিজের বাড়িতে ডাকে এবং জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি কাঁদতে কাঁদতে চিৎকার করলে অভিযুক্ত দরজা বন্ধ করে তাকে তাড়িয়ে দেয়। মেয়েটি বাড়িতে এসে পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়।
পুলিশ অভিযুক্ত হরি প্রসাদ মৌর্যের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার শুনানি শেষে এবং উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত প্রমাণের ভিত্তিতে বুধবার দোষী হরি প্রসাদ মৌর্যকে ২০ বছরের কঠোর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদানের সাজা ঘোষণা করে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে জরিমানার এই সম্পূর্ণ অর্থ ধর্ষিতার চিকিৎসা ও মানসিক আঘাত পূরণের জন্য ব্যবহার করতে হবে।