মধ্য হাওড়ায় দাউদাউ করে জ্বলল বসতবাড়ি! জানলা টপকে বেরিয়ে আসছে আগুন, ভিতরের ঘর থেকে উদ্ধার বৃদ্ধ বাবা-মা

বুধবার রাতে হাওড়া শহরের মধ্যবর্তী গদাধর মিস্ত্রি লেনের একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একতলার ঘরের জানলা থেকে দৈত্যের মতো লেলিহান শিখা ঠেলে বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। আগুনের ফুলকিগুলি রীতিমতো আতশবাজির মতো দৃশ্যমান হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এই ভয়াবহ দৃশ্য। স্থানীয় সুচিত্রা পাল জানান, রান্না করার সময় তিনি পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখেন। আগুনের ভয়াবহতা দেখে প্রতিবেশীরা দ্রুত ছুটে যান। তাঁরা দেখেন, বাড়ির একতলার ঘরটি দাউদাউ করে জ্বলছে।
জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার:
সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, আগুন লাগা ঘরের ঠিক নিচে ওই বাড়ির বৃদ্ধ বাবা-মা উপস্থিত ছিলেন। যদিও জ্বলন্ত ঘরটি বাইরে থেকে বন্ধ ছিল। প্রতিবেশীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই বৃদ্ধ দম্পতিকে নিচের ঘর থেকে অক্ষত অবস্থায় বাইরে বের করে নিয়ে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাড়ির মালিক উপরের ঘর বন্ধ করে বাইরে বেরিয়েছিলেন।
ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক:
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে শহরের মাঝে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল আগুন নেভালেও মানুষের মধ্যে আতঙ্কের রেশ কাটেনি। রাতের অন্ধকারে এমন বিপর্যয় দেখে অনেকেই ভীত হয়ে পড়েন।