স্বামীকে খুন করে ট্রলি ব্যাগে ভরল স্ত্রী, মেয়েকে ফোন করে জানাল ‘খুনের কথা’! তারপর যা ঘটল….

ছত্তিশগড়ের যশপুরে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন স্থানীয়রা। ৪৩ বছর বয়সী স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, খুনের পর অভিযুক্ত নিজেই তাঁর মেয়েকে ফোন করে নিজের অপরাধ স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দুলদুলা থানার অন্তর্গত ভিঞ্জপুর গ্রামে। মৃত যুবকের নাম সন্তোষ ভগত। তাঁর স্ত্রী তাঁকে খুন করে দেহটি ট্রলি ব্যাগে ভরে পালিয়ে যায়। রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। যশপুরের পুলিশ আধিকারিক শশী মোহন সিং জানিয়েছেন, অভিযুক্ত যুবতী স্বামীকে খুনের পর কোরবা এলাকায় থাকা মেয়েকে ফোন করে ঘটনাটি জানায়। সে নিজেই স্বীকার করে, খুনের পর দেহটি কম্বলে জড়িয়ে ট্রলি ব্যাগে ভরে রেখেছে। এরপরই খবর পায় পুলিশ।
মৃত সন্তোষ ভগৎ-এর তিন মেয়েই বিবাহিত এবং গ্রামের বাইরে থাকেন। বাবার খুনের খবর পেয়েই মেয়ে এবং তাঁর স্বামী তড়িঘড়ি গ্রামে ছুটে আসেন এবং মৃতের ভাইয়ের কাছে মায়ের কীর্তি জানান। এরপর সকলে মিলে থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্তোষের স্ত্রী কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন এবং কয়েক মাস আগে বাড়িতে এসেছিলেন। গত সপ্তাহেই খুনের ঘটনাটি ঘটায়। অভিযুক্ত যুবতী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।