কমিশনের কড়া নির্দেশ, বৃহস্পতিবার ১২টার মধ্যে BLO-এর কাজে যোগ দিন, নইলে ‘সাসপেন্ড’ হবেন শিক্ষকেরা

নির্বাচন কমিশন এবার বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিল। রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ জেলা—উত্তর কলকাতা, কোচবিহার এবং মুর্শিদাবাদ—এই তিন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের (DEO) কাছ থেকে BLO নিয়োগের সম্পূর্ণ তালিকা চাইল কমিশন।

সূত্রের খবর, মূলত ১৪৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগপত্র পাওয়ার পরেও BLO-এর কাজ করতে অনীহা প্রকাশ করেছেন বা এখনও নিয়োগপত্র নেননি। এই নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন ওই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

কমিশনের কড়া নির্দেশ, নিয়োগপত্র না নেওয়া বা কাজে যোগ না দেওয়া সরকারি আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এর জন্য একটি কঠিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে—বৃহস্পতিবার দুপুর ১২টা। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র গ্রহণ না করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বরখাস্ত করা হবে। এই মর্মে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। গতকাল জেলাশাসক (DM) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির বৈঠকে এই কড়া নির্দেশ জারি করা হয়।