আচমকা ধাক্কা! সার্বজনীন ব্যাঙ্ক হওয়ার পথে জনা স্মল ফাইন্যান্সের আবেদনে ‘লাল বাতি’ দেখাল RBI

দেশের অন্যতম ছোট আর্থিক প্রতিষ্ঠান জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক-এর সার্বজনীন (Universal) ব্যাঙ্ক হওয়ার স্বপ্ন আপাতত থমকে গেল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) তাদের আবেদনটি ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আর.বি.আই. তাদের ইউনিভার্সাল ব্যাঙ্ক হওয়ার আবেদনটি কেন্দ্রীয় ব্যাঙ্কের সার্কুলারে উল্লিখিত ‘নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করার’ কারণ দেখিয়ে ফেরত দিয়েছে। যদিও ঠিক কোন মানদণ্ড পূরণ হয়নি, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ কর্তৃপক্ষ জানায়নি।

জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অজয় কাণওয়াল জানিয়েছেন, সোমবার গভীর রাতে তাঁরা এই সংক্রান্ত চিঠি পেয়েছেন। কাণওয়াল ‘পিটিআই-ভাষা’-কে বলেছেন, “খুব দ্রুত আমরা আসল কারণটা জানতে পারব এবং প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন করব। মনে রাখতে হবে, আবেদনটি কেবল ফেরত দেওয়া হয়েছে, বাতিল করা হয়নি।” তিনি আরও জানান, এই সপ্তাহের শেষের দিকে আর.বি.আই.-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আবেদনের সঠিক কারণ নিয়ে আলোচনা করবেন এবং ফের আবেদন করার আগে সমস্ত ত্রুটি সংশোধন করে নেবেন। নতুন আবেদনের জন্য কোনো সময়সীমা এখনও ঠিক করা হয়নি।

এদিকে, সিইও কাণওয়াল দাবি করেছেন, এই ঘটনা সত্ত্বেও জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কার্যক্রমে বিশেষ কোনো পরিবর্তন আসবে না, কারণ তারা এখনও প্রায় সমস্ত সার্বজনীন ব্যাঙ্কের মতোই কাজ করতে সক্ষম। যদিও তিনি স্বীকার করেছেন, সার্বজনীন ব্যাঙ্কের লাইসেন্স পেলে তহবিলের খরচ কমাতে সুবিধা হতো, যা আপাতত স্থগিত রইল। উল্লেখ্য, এই বছরই আর.বি.আই. জনা-এর প্রতিদ্বন্দ্বী এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিভার্সাল ব্যাঙ্ক হওয়ার নীতিগত অনুমোদন দিয়েছিল।