হাতের তালুতে ‘সুইসাইড নোট’ লিখে আত্মঘাতী তরুণী চিকিৎসক! অবশেষে গ্রেফতার লাগাতার ধর্ষণের অভিযুক্ত পুলিশ অফিসার

লাগাতার ধর্ষণ ও চরম মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হওয়া এক তরুণী চিকিৎসকের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। মহারাষ্ট্র পুলিশের সাব-ইনস্পেক্টর গোপাল বাদানে-কে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে জেল হেফাজতে পাঠায় পুলিশ।

কী লিখেছিলেন সুইসাইড নোটে? ফল্টন উপজেলা হাসপাতালে কর্মরত ওই তরুণী চিকিৎসক বৃহস্পতিবার রাতে আত্মহননের পথ বেছে নেন। মৃত্যুর আগে তাঁর হাতের তালুতে লেখা সুইসাইড নোটে উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। মৃতা ডাক্তার অভিযোগ করে লিখেছেন, “গত চার মাসে গোপাল বাদানে নামে মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক তাঁকে লাগাতার ধর্ষণ করে গিয়েছেন। তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো ওই পুলিশ অফিসার।”

সূত্রের খবর, সুইসাইড নোটে গোপাল বাদানে ছাড়াও আরও তিন পুলিশ আধিকারিকের নাম উল্লেখ করেছেন নির্যাতিতা। অভিযোগ, এই পুলিশ আধিকারিকরা মিলিতভাবে ওই তরুণীকে লাগাতার অত্যাচার ও চরম মানসিক হেনস্থা করতেন।

পুলিশের কাছে চিঠি দিয়েও ফল মেলেনি: জানা গিয়েছে, আত্মহত্যার মাস চারেক আগেই ওই তরুণী চিকিৎসক এই চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ ও অত্যাচারের অভিযোগ এনে ডিএসপি-কে চিঠি দিয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায়, শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত সাব-ইনস্পেক্টর গোপাল বাদানে-কে সাসপেন্ড করা হয়েছিল। তবে গ্রেফতারির পর তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রক্ষক যখন ভক্ষক, তখন এমন ঘটনায় মহারাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র কানাঘুঁষো ও বিতর্ক।