স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ‘হুমকির’ অভিযোগ! ভোটের মুখে তিন প্রার্থীকে কেন সরালো বিজেপি? ফুঁসছেন প্রশান্ত কিশোর!

বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি। ভোটকুশলী এবং জন সূরয পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে) মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর নেতৃত্বে বিজেপি তাঁর দলের তিন জন প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করেছে।

আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় বিহারের ২৪৩টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।

কেন জন সূরযকে ভয় পায় বিজেপি?

প্রশান্ত কিশোর বলেন, “গত কয়েক বছরে বিজেপি এমন একটা ভাবমূর্তি তৈরি করেছে যে নির্বাচনে কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়, সরকার গড়বে বিজেপি-ই।” কিন্তু এখন পরিস্থিতি বদলেছে বলে দাবি পিকের।

পিকে-র অভিযোগ, বিজেপি এখন তাঁর দল জন সূরযকে সবচেয়ে বেশি ভয় পায়। তিনি বলেন:

“একসময় জন সূরযের অস্তিত্বই তারা অস্বীকার করত। এখন আমাদের সবচেয়ে বেশি ভয় পায়।”

তিনি আরও বলেন যে, এনডিএ মহাগঠবন্ধনকে নিয়ে চিন্তিত নয়, কারণ তারা জানে, সেখানে বাহুবলী ও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের টিকিট দেওয়া হয়েছে। পিকে-র দাবি, এনডিএ ভালো মানুষদের ভয় পায়, অপরাধীদের নয়।

‘স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি ও অপহরণ’

পিকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিহারের নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে তাঁর প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। সাংবাদিকদের সামনে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও কয়েকজনের একটি ছবি তুলে ধরেন।

পিকে বলেন, “নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়া প্রতিরোধের জন্য আদর্শ নির্বাচনী বিধি রয়েছে, কিন্তু বিরোধী নেতাদের হুমকি দেওয়া ও অপহরণ করার জন্য কোনও ব্যবস্থা নেই।”

পিকে প্রশ্ন তোলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনাকে ডেকে পাঠান, দেখা করতে বলেন, তাহলে আপনি কী করবেন? এবং এর পর আপনাকে যদি তাঁদের সব নেতারা ঘিরে ধরে?” পিকে জানিয়েছেন, এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাবেন।

বিহারে কি ‘সুরাত মডেল’?

জন সূরয পার্টির যে তিন প্রার্থী দানাপুর, ব্রহমপুর এবং গোপালগঞ্জ বিধানসভা আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন, সেই প্রসঙ্গে পিকে-র মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পিকে অভিযোগ করেন, “বিজেপি এখানে সুরাত মডেল করতে চাইছে, যেখানে তাঁদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। বাকিরা নিজে থেকে সরে যাবেন।” তবে পিকে মনে করিয়ে দেন, লোকসভা নির্বাচনে ৪০০টি আসনে জেতার কথা বললেও বিজেপি মাত্র ২৪০টি আসন জিতেছে এবং ভোটাররা এর শাস্তি সারা দেশেই দেবে।

জন সূরয পার্টি ২৪৩টি আসনেই প্রার্থী দিয়েছিল। তিন জন মনোনয়ন প্রত্যাহার করায় এখন ২৪০ জন ভোটে লড়বেন।