প্যারিসে বাজল বাঙালির বিয়ের সুর! প্রথম ছবিতেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ পুরস্কার পেলেন অঞ্জনপুত্র নীল দত্ত, কারণ ফাঁস!

প্যারিসের আলো ঝলমলে শহরে অনুষ্ঠিত ‘Gange sur Seine Indian Film Festival’-এর মঞ্চে বিশেষ সম্মান অর্জন করলেন অঞ্জনপুত্র নীল দত্ত। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘বিয়ে ফিয়ে নিয়ে’ (Biye Fiye Niye)–এর জন্য তিনি পেলেন Special Jury Prize। আন্তর্জাতিক চলচ্চিত্রের আসর, সিনেমার ‘মক্কা’ প্যারিসে প্রথম ছবিতেই নীলের এই পুরস্কার অর্জন এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিল।

বিয়ে মানেই শুধু জাঁকজমক নয়, আছে টানাপড়েনও

নীল দত্তের বিশ্বাস—বাঙালি জীবনে বিয়ে মানেই যে শুধু সাজসজ্জা, গান, নাচ আর রঙিন আলো নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু। তাঁর চোখে বিয়ে মানে হাসির যেমন, তেমনই কান্না, টানাপড়েন এবং সমাজে লুকিয়ে থাকা নানা ট্যাবু। সেইসব জটিল আবেগ-অনুভূতিকেই বড়পর্দায় ধরেছেন তিনি ‘বিয়ে ফিয়ে নিয়ে’-তে।

প্যারিস সফরের আগে ‘দ্য ওয়াল’-কে দেওয়া সাক্ষাৎকারে নীল বলেন, “বাঙালি পরিবারে বিয়ের বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ছয়ের, সাতের বা আটের দশকের বিয়ের সঙ্গে এখনকার প্রজন্মের বিয়ে এক নয়। সময় বদলেছে, চিন্তাভাবনাও বদলেছে। কিছু সামাজিক ট্যাবু আজও আমাদের ঘিরে রয়েছে। তাই এই ছবি যেমন আধুনিক, তেমনই প্রয়োজনীয়।”

ছবির কেন্দ্রে রয়েছে এখনকার তরুণ-তরুণীদের চোখে বিয়ের ধারণা। আজকের প্রজন্ম বিয়ে মানে কী ভাবে, কীভাবে দেখছে এই প্রথাগত প্রতিষ্ঠানটিকে—সেই দৃষ্টিভঙ্গিই ছবির মূল সুর। নীলের কথায়, “রঙচঙে জাঁকজমক আর হইচইয়ের আড়ালে অনেক সমস্যা, অনেক গল্প চাপা পড়ে যায়। ‘বিয়ে ফিয়ে নিয়ে’ সেই অজানা গল্পগুলোকেই সামনে আনে।”

তবে শুধু বাংলা নয়, নীল চেয়েছেন তাঁর ছবিটি যেন গ্লোবাল রূপ পায়। তিনি জানান, ছবিতে অনেক ইংরেজি সংলাপ রয়েছে। তাই তিনি একে শুধু বাংলা ছবি বলতে নারাজ, বরং একে এক আন্তর্জাতিক গল্প বলে মনে করেন। এই সামাজিক ছবিতে অভিনয় করেছেন শ্রীময়ী ঘোষ, আলকারিয়া হাশমি, অনুষা বিশ্বনাথন, শাওন চক্রবর্তী, অর্ঘ্য রায়, সাশ্রীক গঙ্গোপাধ্যায়, অন্বেষা বন্দ্যোপাধ্যায় ও অনিরুদ্ধ গুপ্তের মতো একঝাঁক নতুন মুখ।

এই ছবির পেছনে রয়েছে আরও এক মিষ্টি চমক। এতদিন নীল ছিলেন কিংবদন্তি অঞ্জন দত্তের ছবির সুরকার। কিন্তু এবার উল্টে গেল গল্পের পাতা। ছেলের প্রথম ছবির গানের কথা লিখেছেন বাবা, গেয়েছেনও একটি গান, এমনকি একটি গানের সুরও বেঁধেছেন তিনি। নীল হেসে এটিকে “রোল রিভার্স” বলে অভিহিত করেন।

অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত Gange sur Seine Film Festival International Competition-এ দেখানো হয় ‘বিয়ে ফিয়ে নিয়ে’। সেখানে সিনেমাটোগ্রাফার (অরিত্র চৌধুরী) থেকে চিত্রনাট্যকার (উষ্ণক বসু, নীল দত্ত, শাওন চক্রবর্তী ও অর্ণব ঘোষ)—সবার হাতেখড়ি হওয়া এই ছবিটিই বিশেষ জুরি পুরস্কার জিতে নেয়। হাসির ফাঁকে লুকিয়ে থাকা অজানা দীর্ঘশ্বাস আর ভালোবাসার নতুন ছন্দে বাঁধা এই গল্পই প্যারিসের রূপালি পর্দায় এক নতুন পরিচালকের জন্ম দিল।