ভারত বনাম অস্ট্রেলিয়া: বাউন্স সামলাতে পারবেন না কোহলি-রোহিত? প্রথম ওডিআই ম্যাচের আগে কেন এমন বিতর্ক?

নয়াদিল্লি: ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ODI) তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তন নিয়ে বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, রবিবার (১৯ অক্টোবর) পার্থের অপটাস স্টেডিয়ামে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরাটা আদর্শ নয়। চোপড়ার আশঙ্কা, পার্থের অতিরিক্ত বাউন্সি উইকেট তাঁদের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবে না।

‘ঠান্ডা শরীর নিয়ে বাউন্সে ফেরা ভালো নয়’
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “আমার মনে হয় পার্থে শুরুটা হয়তো ভালো হবে না। এর সম্ভাবনা অনেক বেশি। কারণ এটা অপটাসের পিচ, এখানে অনেক বেশি বাউন্স থাকে। আর দু’জনই (বিরাট ও রোহিত) সম্পূর্ণ ঠান্ডা শরীর নিয়ে ফিরছেন, হঠাৎ করেই এমন একটা বল আসতে পারে, যাতে তাঁরা আউট হয়ে যেতে পারেন।”

যদিও এমনটা ঘটলেও তিনি খুব একটা চিন্তিত নন। চোপড়া মনে করেন, এই দুই ক্রিকেটারের রান না পেলেও তাতে তাৎক্ষণিকভাবে তাঁদের কেরিয়ারে কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও যোগ করেন, “আমি চাই রান হোক, কিন্তু ঈশ্বর না করুন, যদি না-ও হয়, তাহলেও তাঁদের জীবনে তাৎক্ষণিক কোনো পার্থক্য আসবে না। তাঁরা দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজেও খেলবেন। যদি সেই সময়ও আমরা এই নিয়ে আলোচনা করি যে দুটো সিরিজ পেরিয়ে গেল, আর তৃতীয়টিতেও রান হলো না, তখন আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা করব।”

‘রো-কো’-র ওপর নজর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের এই সফরে রোহিত শর্মা এবং বিরাট কোহলিই যে আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবেন, তাতে কোনো সন্দেহ নেই।

পার্থে প্রথম ODI-এর পর দল অ্যাডিলেডে যাবে এবং তৃতীয় ও শেষ ODI ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিশ্বের এই দুই মহাশক্তির মধ্যে এটি একটি মুখরোচক লড়াই হবে বলেই আশা করা হচ্ছে।

আপনার কি মনে হয়, পার্থের উইকেটে বিরাট এবং রোহিত প্রথম ম্যাচেই ছন্দে ফিরতে পারবেন? আপনার মতামত কী?