বিরাট স্বপ্নভঙ্গ! ঢাকায় নামতেই সমর্থকদের রোষের মুখে বাংলাদেশের টাইগাররা, বিমানবন্দরে তুলকালাম কাণ্ড

এশিয়া কাপে শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই ব্যর্থতার যন্ত্রণা কিছুটা কমানোর লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজরা, কিন্তু সেখানেও চূড়ান্ত হতাশাই ঘিরে ধরল টাইগারদের। আফগানিস্তানের কাছে সিরিজে ৩-০ ব্যবধানে দুরমুশ হওয়ার পর বুধবার দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। আর বিমানবন্দরে নামতেই ক্ষুব্ধ সমর্থকদের তীব্র তোপের মুখে পড়তে হল তাঁদের।
‘ঢাকা প্রকাশের’ প্রতিবেদন অনুযায়ী, বুধবার আফগানিস্তান সিরিজ শেষ করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে পৌঁছতেই দলের ক্রমাগত পরাজয়ের কারণে চরম হতাশা নিয়ে শান্ত-মিরাজদের উদ্দেশ্যে একাধিক কুরুচিকর মন্তব্য করতে থাকেন সমর্থকরা।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ক্রিকেটারদের ঘিরে সমর্থকদের এই বিক্ষোভ ভয়াবহ আকার নিয়েছিল। লক্ষণীয় বিষয় হলো, গত সেপ্টেম্বরে যাঁরা উষ্ণ বিদায় জানিয়েছিলেন, আজ সেই ভক্তরাই অসফলতার কারণে সরাসরি তীব্র ভাষায় আক্রমণ করতে থাকেন ক্রিকেটারদের। বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দেশের ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য খুবই বিরল।
উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল বাংলাদেশকে। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেও, ওয়ানডে সিরিজে ঠিক উল্টো ফল করে দেশে ফিরতে হল মিরাজদের। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সমর্থকদের বাঁধভাঙা রোষের শিকার হতে হলো দলের সদস্যদের।