বালি পাচার: ফের সক্রিয় ইডি! ঝাড়গ্রাম, আসানসোল, কলকাতায় একযোগে তল্লাশি—টানটান উত্তেজনা

রাজ্যে অবৈধ বালি পাচার মামলায় ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং সম্পত্তি গঠনের সূত্র ধরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আধিকারিকরা ঝাড়গ্রাম, আসানসোল ও কলকাতার বিভিন্ন ঠিকানায় অভিযান চালাচ্ছেন।
সূত্রের খবর, কলকাতায় বেন্টিঙ্ক স্ট্রিটের একটি সংস্থার অফিসে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল তদন্তকারীদের। তবে সকাল পর্যন্ত ইডির আধিকারিকরা সেই অফিসে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে, আসানসোলের মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মণীশ দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত।
ইডি সূত্রে খবর, বালি পাচার চক্রে অর্থ লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত নতুন তথ্যের ভিত্তিতে এই অভিযান। তদন্তকারীরা মনে করছেন, এই তল্লাশিতে নতুন তথ্য এবং প্রভাবশালী সংযোগসূত্র পাওয়া যেতে পারে। বালি ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক লেনদেন ও সম্পদের হদিশ পেতে ইতিমধ্যে কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ তারিখ বালি পাচার মামলায় মেদিনীপুর, ঝাড়গ্রাম ও আসানসোলের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানে মেদিনীপুরের সৌরভ রায়ের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা এবং গোপীবল্লভপুরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। ইডি সূত্রে জানা গেছে, আগের অভিযান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই এদিনের নতুন তল্লাশির পরিকল্পনা করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই বালি পাচারের জাল রাজ্যের একাধিক জেলা ছুঁয়ে গেছে এবং এর সঙ্গে প্রভাবশালী মহলও যুক্ত থাকতে পারে।