দেব-শুভশ্রী স্মৃতি ফেরালেন শান! মঞ্চে ‘দেখেছি তোমাকে শ্রাবণে’ গাওয়ার পর ফের কাছাকাছি টলিউডের এই জুটি?

টলিউড থেকে বলিউড, গায়ক শান তাঁর সুরের জাদুতে ২৫ বছর ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। কলকাতায় এই বিশেষ উদযাপন উপলক্ষে তাঁর অনুষ্ঠানে মঞ্চ মাতালেন জনপ্রিয় গায়ক। আর সেখানেই যেন দেব-শুভশ্রীর পুরনো স্মৃতি ফিরিয়ে দিলেন শান!
শানের অনুষ্ঠানে এদিন নিজের নতুন কাজের প্রচার করতে এসেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চে উঠেই শানকে উষ্ণ আলিঙ্গন করেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই শান এমন এক গানের কথা তুললেন, যা দর্শকদের মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেল এক দশক আগের নস্টালজিয়ায়।
‘দেখেছি তোমাকে শ্রাবণে’
শুভশ্রীকে মঞ্চে দেখেই শান সরাসরি বলেন, “দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না…”। শুভশ্রীও সঙ্গে সঙ্গে উত্তর দেন, “হ্যাঁ, দেখেছি তোমাকে শ্রাবণে।”
এরপরই শান শুরু করেন সেই কালজয়ী গানটি। গায়কের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে গলা মেলান শুভশ্রীও। অভিনেত্রীর গলায় ‘দেখেছি তোমাকে শ্রাবণে’ গানটি যেন ‘চ্যালেঞ্জ’ ছবির সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনে। এই ছবির মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধেন দেব এবং শুভশ্রী। প্রথম ছবি থেকেই পর্দায় এবং বাস্তবে তাঁদের রসায়ন ছিল দারুণ জনপ্রিয়। তবে মঞ্চে দেব থাকলে যেন এই ফ্রেম সম্পূর্ণ হতো—এমনটাই মনে করেছেন অনেকেই।
ভুল বোঝাবুঝি অতীত! ফের কি ফিরবেন দেব-শুভশ্রী?
দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ছ’টি ছবি করলেও, এই জুটির জনপ্রিয়তা আজও অটুট। কিছুদিন আগেই ‘ধূমকেতু’ নিয়ে দর্শকের উন্মাদনা এবং ১০ বছর পর ছবিটি মুক্তি পাওয়া সেই ভালবাসারই প্রমাণ দিয়েছে।
তবে ‘ধূমকেতু’ মুক্তির পর দেব ও শুভশ্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তাঁদের বন্ধুত্বের সম্পর্কে হয়তো ছেদ পড়বে। কিন্তু খবর, সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হয়েছে। এমনকি, দেব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি অবশ্যই শুভশ্রীর সঙ্গে কাজ করতে চান এবং সেই ভুল বোঝাবুঝি এখন কিছুই নয়।
শুভশ্রী নিজেও একাধিকবার বলেছেন যে তিনি অতীত নিয়ে বাঁচতে ভালোবাসেন না, তাঁর কাছে বর্তমান ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। বর্তমানে স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান ইউভান, ইয়ালিনীকে নিয়ে সুখের সংসার তাঁর। তবে ব্যক্তিগত জীবনকে সামলে পুরোদমে কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। শুভশ্রীর এই সুন্দরভাবে সবকিছুর ভারসাম্য রক্ষা করা নিয়ে দেব নিজেও বহুবার প্রশংসা করেছেন।
সব মিলিয়ে, শানের মঞ্চে শুভশ্রীর গলায় সেই পুরনো গান শুনে টলিউডে ফের এই সুপারহিট জুটির ফেরার জল্পনা আরও বাড়ল।