নিজেকে বাঘিনী আখ্যা মমতার! শুভেন্দু বললেন, ‘বাঘিনী নয়, আপনি হলেন…’, ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি

ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য-রাজনীতি এখন উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার বিরোধিতা করে নিজেকে ‘বাঘিনী’ আখ্যা দেওয়ার পরই তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলার গণতন্ত্র এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহার নিয়ে।
সম্প্রতি, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনের (SIR) বিষয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা আগুন নিয়ে খেলবেন না! অ্যাকশন হলে রিঅ্যাকশনও হবে!” একইসঙ্গে তিনি আরও বলেন, “আমি বাঘিনী, আমার সাথে খেলতে আসবেন না!”
মুখ্যমন্ত্রীর এই ‘বাঘিনী’ মন্তব্যের জবাবে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেন, “উনি নিজেকে বাঘিনী বলছেন। কিন্তু উনি বাঘিনী নন, উনি হলেন সেই নেত্রী যিনি নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন!”
বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক পদের অপব্যবহার করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হুমকি দিচ্ছেন। তাঁর বক্তব্য, এই ধরনের ভাষা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এর অর্থ হলো মুখ্যমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান না।
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) বিরোধিতা করছেন কারণ তাতে ‘অবৈধ ভোটার’-দের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে, যা রাজ্যের শাসক দলের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে।
শুভেন্দু বলেন, “কমিশনের নির্দেশ মেনে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হোক, এটা আমাদের দাবি। আর মুখ্যমন্ত্রী তাতে বাধা দিচ্ছেন কারণ তাঁর হাতে থাকা জাল ভোটারদের তালিকা থেকে নাম বাদ পড়বে। দীপাবলির পর আমরা এই ইস্যুতে আরও বৃহত্তর প্রতিবাদ করব।”
মুখ্যমন্ত্রীর ‘বাঘিনী’ মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর এই পাল্টা আক্রমণ রাজ্যে রাজনৈতিক উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।