রাজ্যে বিপুল নিয়োগ! নবম-দ্বাদশের পর এবার গ্রুপ-সি, ডি-তেও বিজ্ঞপ্তির প্রকাশ করল SSC, কবে থেকে আবেদন?

সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে মাথায় রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার শিক্ষা ক্ষেত্রে আরও এক বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।

কবে থেকে শুরু আবেদন?
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। শিক্ষক নিয়োগের পরীক্ষার পর এবার বিপুল সংখ্যক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি।

বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যাও স্পষ্ট করা হয়েছে। গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় সাড়ে আট হাজারেরও বেশি শিক্ষাকর্মী নিয়োগের পথে হাঁটছে রাজ্য।

আবেদন ফি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ বিভাগের (General Category) প্রার্থীদের আবেদনের জন্য ৪০০ টাকা দিতে হবে। অন্যদিকে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশিকায় কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, ‘দাগিরা’ (যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইনি জটিলতা রয়েছে) কোনওভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে এসএসসি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি-র কর্মীদের। আদালত পুরো প্যানেল বাতিল করায় অনেক শিক্ষাকর্মীই কর্মহীন হয়ে পড়েছেন। এই আবহে নতুন করে শিক্ষাকর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি সামনে এল।

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বের ট্যুইটার) প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ!” তিনি সকল আবেদনকারীকে শুভেচ্ছা জানান।