SnapChat-এর যে ফিচার ব্যবহারে খরচ করতে হবে টাকা, জেনেনিন আপডেট

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট (Snapchat) তাদের ব্যবহারকারীদের জন্য এক দুঃসংবাদ নিয়ে এসেছে। এই অ্যাপের অন্যতম বড় আকর্ষণ ছিল ছবি বা ভিডিওর বিনামূল্যে ব্যাকআপ (Free Backup) রাখার সুবিধা, যা এবার শেষ হতে চলেছে।
স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এখন থেকে মেমোরি (Memories) স্টোর করতে গেলে ব্যবহারকারীদের পকেট থেকে অর্থ খরচ করতে হবে। গুগল ক্লাউড বা আইক্লাউডের মতোই এবার টাকার বিনিময়ে স্ন্যাপচ্যাটেও স্টোরেজ কিনতে হবে।
বিনামূল্যে কতটুকু স্টোরেজ পাওয়া যাবে?
যদিও বিনামূল্যে ফাইল সেভ রাখার সুবিধা পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে এর সীমা বেঁধে দেওয়া হয়েছে।
- বিনামূল্যে স্টোরেজ: ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫ জিবি পর্যন্ত ডেটা বিনামূল্যে সেভ রাখতে পারবেন।
- সীমা পেরোলেই চার্জ: যদি কোনো ব্যবহারকারীর ছবি বা ভিডিওর ব্যাকআপ ৫ জিবির সীমা ছাড়িয়ে যায়, তবে তাঁকে অর্থের বিনিময়ে স্টোরেজ কিনতে হবে।
এক্ষেত্রে গুগল ব্যবহারকারীদের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে, যেখানে স্ন্যাপচ্যাট মাত্র ৫ জিবির সীমা রেখেছে।
স্টোরেজ কেনার বিকল্প ও খরচ:
স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য তিন ধরনের স্টোরেজ কেনার বিকল্প দিয়েছে। মাসিক ভিত্তিতে এর খরচ ধার্য করা হয়েছে:
এই নতুন নিয়মের ফলে যেসব ব্যবহারকারী নিয়মিত প্রচুর ছবি ও ভিডিও স্ন্যাপচ্যাটে মেমোরি হিসেবে সেভ করেন, তাঁদের জন্য এখন অতিরিক্ত খরচ বহন করা বাধ্যতামূলক হবে।