ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ চালানো যাবে, জেনেনিন কিভাবে?

বিশ্বের কয়েকশ কোটি মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবার তাদের ব্যবহারের প্রাথমিক শর্তটাই বদলে দিতে চলেছে। এখন পর্যন্ত একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য ফোন নম্বর বাধ্যতামূলক ছিল, কিন্তু মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সেই শর্ত তুলে নিতে চলেছে!
গোপনীয়তা (Privacy) এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই সংস্থা এই নতুন ফিচারের ভাবনাচিন্তা করেছে।
ফোন নম্বর নয়, এবার ইউজারনেম
বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কথা বলার জন্য তাঁর ফোন নম্বর সেভ করা আবশ্যিক। কিন্তু নতুন আপডেটের পর আর এর প্রয়োজন পড়বে না।
- ইনস্টাগ্রামের মতো সাজানো: হোয়াটসঅ্যাপকে এবার ইনস্টাগ্রামের ধাঁচে সাজানো হচ্ছে। প্রত্যেক অ্যাকাউন্টে থাকবে একটি ইউনিক ইউজারনেম (Unique Username)।
- যোগাযোগের নতুন মাধ্যম: ব্যবহারকারীরা এই ইউজারনেম দিয়েই যে কাউকে খুঁজে নিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। এর ফলে আপনার ব্যক্তিগত ফোন নম্বর কাউকে না দিয়েই হোয়াটসঅ্যাপে চ্যাট করা সম্ভব হবে।
এই নতুন ইউজারনেম ফিচারটি এখন পরীক্ষামূলকভাবে বিটা ইউজারদের জন্য চালু করা হয়েছে বলে খবর।
আরও একটি যুগান্তকারী ফিচার: মেসেজ ট্রান্সলেশন
ইউজারনেম ছাড়াও হোয়াটসঅ্যাপ আরও একটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে, যা আন্তর্জাতিক যোগাযোগকে আরও সহজ করে তুলবে। সেটি হলো রিয়েল টাইম মেসেজ ট্রান্সলেশন (Real Time Message Translation)।
এই ফিচার চালু হলে, যে ভাষাতেই আপনাকে কেউ মেসেজ পাঠাক না কেন, আপনি হোয়াটসঅ্যাপের মধ্যেই সেই মেসেজ তাৎক্ষণিক অনুবাদ (Translate) করতে পারবেন। এর ফলে ভাষা বা যোগাযোগের ব্যবধান দূর হবে এবং ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত হবে।
এই পরিবর্তনগুলি হোয়াটসঅ্যাপকে কেবল নিরাপদই করবে না, এর ব্যবহারকেও নতুন মাত্রা দেবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।