বিলাসপুরে পাহাড় থেকে নামল কাদা-পাথরের স্রোত! বাসের ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু যাত্রী, বাড়ছে মৃতের সংখ্যা

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জেরে যখন জনজীবন এখনও বিপর্যস্ত, ঠিক তখনই ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো হিমাচল প্রদেশ। মঙ্গলবার বিলাসপুর জেলায় ধসের (Landslide) নীচে চাপা পড়ে গেল একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুরের বল্লু সেতুর কাছে হঠাৎ পাহাড় থেকে নেমে আসে বিপুল কাদা ও পাথরের স্রোত। মারোটান–কালাউল রুটে চলা ওই বাসটি মুহূর্তের মধ্যে ধসের নিচে চাপা পড়ে যায়। ধসের আঘাতে বাসটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।

উদ্ধার অভিযানে আতঙ্ক
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (SDMA) দল।

উদ্ধারকাজ: জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

আশঙ্কা: ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজন যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত মাত্র তিনজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রশাসন জানিয়েছে, বৃষ্টিপ্রবণ পাহাড়ি এলাকায় আরও ধস নামার আশঙ্কা থাকায় উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছে।

কয়েক মাসের মধ্যে ফের বিপর্যয়
গত কয়েক সপ্তাহ আগেও হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বহু জেলা জলের তলায় চলে যায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০ জুন থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টির ফলে বিভিন্ন ঘটনায় অন্তত ২৬১ জন প্রাণ হারান। এর পাশাপাশি দুর্গম পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় আরও ১৮৭ জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৪৪৮। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের এই মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করল।