‘বাংলা আপনাকে দুয়ারে *** দেবে!’ প্রধানমন্ত্রীর পোস্টে কুরুচিকর মন্তব্য তৃণমূল কাউন্সিলরের, গ্রেফতারের দাবিতে থানায় বিজেপি

উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের দেখতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে একটি পোস্ট করার পরই শুরু হয়েছে বিতর্ক। উত্তরপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোস্টের মন্তব্যের ঘরে অশ্লীল ভাষায় মোদিকে আক্রমণ করেন।

তিনি লেখেন, “আপনি যদি বন্যাদুর্গত এলাকায় রিলিফ না-নিয়ে যান। তাহলে বাংলা আপনাকে দুয়ারে *** দেবে।”

থানায় অভিযোগ, গ্রেফতারের দাবি বিজেপির
তৃণমূল কাউন্সিলরের এই মন্তব্যের পরই সরব হয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার তারা উত্তরপাড়া থানায় অর্ণব রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না। তৃণমূলের কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।” এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকরা থানায় বিক্ষোভও দেখান।

অনুতপ্ত নন অভিযুক্ত কাউন্সিলর
এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় অবশ্য কোনোভাবেই অনুতপ্ত নন। বরং তিনি নিজের মন্তব্যের সাফাই গেয়ে বলেন, “যারা এই কথা বলছে, তারা ইংরেজিটা কম বোঝে। আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায়, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে না গেলে জনতা তাঁদের মারধর করতে পারে। তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা।”

তিনি আরও বলেন, “কোথাও জল জমলে বিজেপির লোকে বলে দুয়ারে ভেনিস, দুয়ারে লন্ডন। তাই ওদের ভাষাতেই আমি বলেছি **দুয়ারে ***।”

তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জনপ্রতিনিধিদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “সব দলেরই এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার। অনেক সময় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকেও খারাপ ভাষায় আক্রমণ করা হয়।” তিনি আরও যোগ করেন, উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রীর উচিত ছিল মুখ্যমন্ত্রীকে ফোন করা, সরাসরি তৃণমূলকে দায়ী করাটা ঠিক নয়।

বর্তমানে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।