বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, ICU-তে ভর্তি নেতা! খোঁজ নিলেন রাজ্যপাল

সোমবার জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিজেপি নেতারা। এই আক্রমণের জেরে সাংসদ খগেন মুর্মু গুরুতর আহত হন এবং তাঁর মাথা ফেটে যায়।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি সাংসদ খগেন মুর্মুর আঘাত গুরুতর। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি ICU-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও আঘাত গুরুতর। বিশেষ করে তাঁর বাঁ-চোখের নীচের অংশে এবং চোয়ালে আঘাত লেগেছে।
বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে চিকিৎসার জন্য দিল্লি এইমস (AIIMS)-এ নিয়ে যাওয়া হবে কিনা। এই বিষয়ে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী ইতিমধ্যেই খোঁজ নিচ্ছেন।
সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে ছুটে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, সোমবার বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেলে বিজেপি নেতাদের ঘিরে স্থানীয়রা তীব্র বিক্ষোভ দেখান। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফেটে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। পাশাপাশি, বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়। বিক্ষোভের সময় বিজেপি নেতাদের লক্ষ্য করে জুতোও দেখানো হয়েছিল বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।