লক্ষ্মীপুজোর আবহে ভয়ঙ্কর কাণ্ড! বাঁকুড়ার জঙ্গলমহলে নতুন বাড়ি থেকে বেরিয়ে এল সুবিশাল ‘বিষধর’, ছড়াল চরম আতঙ্ক

লক্ষ্মীপুজোর শুভ আবহেও বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। রানিবাঁধের আঁকখুটা মোড় এলাকায় সঞ্জয় মাহাতোর নতুন বাড়ির প্রাচীরের পাশ থেকে উদ্ধার হলো এক সুবিশাল এবং অত্যন্ত বিষাক্ত চন্দ্রবোড়া (Russell’s Viper) সাপ। প্রকাণ্ড এই সাপটিকে দেখে মুহূর্তেই এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

স্থানীয় বাসিন্দারাই প্রথম বাড়ির পাশে সাপটিকে দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই চারদিক থেকে মানুষ ভিড় করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা আগে কখনও এত বড় চন্দ্রবোড়া সাপ দেখেননি। এই বিশাল আকৃতির সাপটির কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। অনেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থেকে মোবাইল ফোনে সাপটির ভিডিও করতে শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটির দৈর্ঘ্য ছিল আনুমানিক চার ফুট। দীর্ঘ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করা হয়। এরপর সেটিকে পর্যবেক্ষণে রেখে নিরাপদ স্থানে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় লক্ষ্মীপুজোর দিনে জঙ্গলমহলের ওই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য চরম উত্তেজনা ও কৌতূহল বিরাজ করে।