ফের অ্যাসিড সন্ত্রাস! মিনাখাঁয় ছাত্রীর জীবন বিপন্ন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে সরব পরিবার

বিয়েতে রাজি না হওয়ার ‘শাস্তি’ হিসেবে এক নাবালিকা স্কুলছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় নাবালিকাটিকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানা এলাকার ওই নাবালিকা ছাত্রীকে গত কয়েক মাস ধরে প্রতিবেশী যুবকটি বিয়ের জন্য লাগাতার চাপ দিচ্ছিল। নাবালিকা এবং তার পরিবার যুবকের এই প্রস্তাবে রাজি হননি। এরপরেই শুরু হয় হুমকি। অভিযোগ, সম্প্রতি ওই ছাত্রীর মোবাইলে কুরুচিকর এসএমএস পাঠানো ও লাগাতার হুমকি দেওয়া চলছিল।

গত মঙ্গলবার গভীর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ওই যুবক ছাত্রীর ঘরের জানলার উপরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। ঘটনায় ছাত্রীর শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায় এবং সে গুরুতর আহত হয়।

আহত ছাত্রীকে পরিবারের সদস্যরা রাতেই প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

নাবালিকার পরিবারের দাবি, এই প্রথম নয়, এর আগেও ওই যুবক অ্যাসিড হামলা করেছিল। সেই সময় অভিযুক্ত যুবকের বাবা ও পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও, তারা কোনো ব্যবস্থা নেননি। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনায় মিনাখাঁ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।