ভোটার তালিকায় আধার কার্ড বৈধ কিনা, আজই রায় সুপ্রিম কোর্টের! কিন্তু বিহারে তা কার্যকর হবে না কেন?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীতে (SIR) আধার কার্ড ব্যবহার করা যাবে কি না এবং ভোটারের পরিচয় নির্ধারণে আধার কার্ড সাংবিধানিকভাবে বৈধ হবে কি না, সে বিষয়ে আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় দেওয়ার কথা। এই ইস্যুতে বিহারে ভোটার তালিকা সংশোধনীকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে।
কিন্তু, সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন, তা বিহারে কার্যকর হবে না। এর প্রধান কারণ হলো সাংবিধানিক সুরক্ষা।
নির্বাচন কমিশন সোমবার বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। ৬ ও ১১ নভেম্বর ভোট গ্রহণ করা হবে এবং ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নিয়ম অনুযায়ী, ভোট ঘোষণার মুহূর্ত থেকেই বিহার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে।
সংবিধানের ৩২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পর আদালতের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ফলে, যে বিহারের বিতর্ককে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল, সেই রাজ্যেই শীর্ষ আদালতের রায় কার্যকর হবে না। কোনো কোনো মহল মনে করছে, এই সাংবিধানিক সুরক্ষার সুযোগ নিতেই কমিশন সোমবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন কেবল বিহারের ক্ষেত্রে আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রাহ্য করেছিল। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, কমিশন কোনো অবস্থাতেই আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে রাজি নয়।
তিনি সম্প্রতি পাটনায় বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র বিহারের ক্ষেত্রে আমরা আধার কার্ডকে একটি অতিরিক্ত নথি হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। অন্যত্র আমরা এই সুবিধা দিতে রাজি নই।” তাঁর বক্তব্য, আধার আইনেই বলা আছে, এটি নাগরিকত্ব এবং বয়সের প্রমাণ নয়। এমনকি, এটি শুধুমাত্র কার্ডধারীদের নিজেদের ভারতে বসবাসকারী হিসাবে দাবি করার সুযোগ দেয়।