আবারও হাঁটু জলে ঘাটাল! শিলাবতী ও ঝুমি নদীর জলেই ডুবল শহর-গ্রাম, চরম বিপদে পান্না চাতালের বাসিন্দারা!

আশঙ্কা সত্যি করে চলতি মরশুমে ফের একবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায়। শহর থেকে গ্রাম, আবারও জলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। শিলাবতী ও ঝুমি নদীর জল উপচে ঢোকায় ঘাটালের মনসুকা, চন্দ্রকোনা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
ঘাটালের আজবনগর এক গ্রাম পঞ্চায়েতের পান্না চাতাল এলাকায় বন্যার পরিস্থিতি চরমে পৌঁছেছে। এখানকার গ্রামীণ পিচ রাস্তায় এখন হাঁটু সমান জল। পান্না সহ বিভিন্ন এলাকা থেকে ঘাটাল শহরে যাওয়ার এই একমাত্র ভরসার রাস্তাটি জলমগ্ন থাকায় স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। যেকোনো সময় এখানে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে গ্রামীণ এলাকার চাষের জমি ও রাস্তাঘাট শিলাবতী নদীর জলের তলায় চলে গিয়েছে। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক এলাকায় নৌকো ও ডিঙ্গিই এখন যাতায়াতের একমাত্র ভরসা। বন্যার কারণে মাঠের সবজি নষ্ট হচ্ছে, ফলে চাষিদের বিপুল ক্ষতির আশঙ্কা।
নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডিভিসির ছাড়া জল রূপনারায়ণে মিশছে, যার ফলে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও জলস্তর বাড়ছে। ঘাটাল এবং চন্দ্রকোণা সহ বেশিরভাগ এলাকাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত এই এলাকায় বন্যার জল কমানোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন। কিন্তু আকাশে মেঘ সরে রোদ ওঠার নাম গন্ধ নেই, ফলে আপাতত মুক্তির কোনো পথ দেখা যাচ্ছে না।