আকাশ থেকে ঝরল ‘অগ্নিগোলা’! আতশবাজির প্রদর্শনী দেখতে গিয়ে প্রাণ বাঁচাতে ছুটলেন হাজারো মানুষ, ভাইরাল ভিডিওতে আতঙ্ক!

আতশবাজি ও ড্রোনের রঙিন রোশনাই দেখতে বিশাল মাঠে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। কিন্তু সেই প্রদর্শনীই পরিণত হলো এক ভয়ংকর বিপর্যয়ে। হঠাৎই আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়তে শুরু করল আগুনের গোলা, যেখানে আছড়ে পড়ছে সেখানেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। পরিস্থিতি সামলাতে না পেরে প্রাণ বাঁচাতে যে যেদিকে পারলেন ছুটতে শুরু করলেন আতঙ্কিত জনতা।

ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশের লিউয়াং শহরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনসমাগমের মাঝেই একটি আতশবাজি ভুলভাবে জ্বলতে শুরু করে। সেই বাজি থেকেই অগুন্তি অগ্নিগোলক মাঠে ও তার আশপাশে ঝরে পড়তে থাকে। দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে আগুনের গোলা ছুঁড়ে আক্রমণ হানা হয়েছে গোটা এলাকায়।

চেয়ার মাথায় দিয়ে ছুটলেন সকলে:

ভিড়ের মধ্যে কার মাথার ওপর অগ্নিগোলক আছড়ে পড়বে, সেই আশঙ্কায় মানুষ দিশেহারা হয়ে পড়েন। অনেকে বসার চেয়ার মাথায় তুলে ঢাকা দিয়ে ছুটতে শুরু করেন, যাতে চেয়ারের উপর আগুনের গোলা পড়ে। সকলে মাথার ওপর একটা ঢাকনা চাইছিলেন।

উদ্যোক্তারা প্রাথমিকভাবে মনে করছেন, অতিরিক্ত শুকনো আবহাওয়াই এই অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টির কারণ। যদিও একাংশের মানুষ এই যুক্তি মানতে নারাজ। তাঁরা উদ্যোক্তাদের সাবধানতার অভাবের দিকে আঙুল তুলেছেন। তবে একটাই স্বস্তির খবর— এই বিপুল সংখ্যক আগুনের গোলার কারণে অনেক জায়গায় আগুন লাগলেও, কোনও মানুষের বড় ধরনের ক্ষতি হয়নি।