নেপালের অবস্থা শোচনীয়, ফের মৃত্যু মিছিল, জেনেনিন কী পরিস্থিতি?

ভারী বৃষ্টি আর লাগাতার ভূমিধসে পুরোপুরি বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন। বৃষ্টির দাপটে বহু এলাকা জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা কোশি প্রদেশের ইলাম জেলায়, যেখানে বন্যা ও ধসে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

টানা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে একাধিকবার ধসের ঘটনা ঘটেছে। ধসে ভেঙে পড়েছে সড়ক ও সেতু, যার ফলে একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। নতুন করে ধস নামার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। রাজধানী কাঠমাণ্ডুতেও ধসের ঝুঁকি বাড়ায় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে রাজধানীর সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।

নেপালের সবচেয়ে বড় উৎসব ‘দশহরা’ (দশাই)-এর ঠিক আগে এই পরিস্থিতি সাধারণ মানুষের উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দশমীর দিন ঘরে ফেরার কথা ছিল বহু মানুষের, কিন্তু রাস্তা ভেঙে পড়া এবং বিমান পরিষেবা বন্ধ থাকার কারণে হাজার হাজার মানুষ ও পর্যটক নেপালে আটকে পড়েছেন। সতর্কতা হিসেবে বাগমতী ও পূর্ব রাপ্তি নদীর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “নেপালে ভারী বৃষ্টিতে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক। এই কঠিন সময়ে ভারত নেপালের মানুষ ও সরকারের পাশে রয়েছে। প্রতিবেশী হিসেবে যা যা প্রয়োজন, ভারত সব রকম সাহায্য করতে প্রস্তুত।”