জিতের পর এবার রসনার পালা! দিল্লির বাড়িতে ‘টিম ইন্ডিয়া’কে নিমন্ত্রণ গম্ভীরের, ডিনারেই কি সাজবে ‘অজি বধের’ রণনীতি?

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং ১৪০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর এবার ভারতীয় দলের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ। আগামী ১০ অক্টোবর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আর তার আগেই দলের হেডকোচ গৌতম গম্ভীর গোটা টিম ইন্ডিয়াকে এক বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানালেন।

জানা যাচ্ছে, আগামী ৮ অক্টোবর সন্ধ্যায় অরুণ জেটলি স্টেডিয়ামে বিকেলের অনুশীলন পর্ব শেষ করেই শুভমান গিল, বিরাট কোহলি সহ পুরো দল গম্ভীরের দিল্লির বাড়িতে ডিনারে যাবেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের সাপোর্ট স্টাফরাও এই ঘরোয়া আয়োজনে উপস্থিত থাকবেন।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই নৈশভোজ কেবল খাওয়া-দাওয়ার জন্য নয়। অনেকে মনে করছেন, দ্বিতীয় টেস্টে হোয়াইটওয়াশ করার চূড়ান্ত পরিকল্পনা এই ডিনারে বসেই সেরে নিতে পারেন কোচ গম্ভীর।

এমনিতেই এশিয়া কাপ জয়ের পর থেকেই ভারতীয় দলের সূচি অত্যন্ত ব্যস্ত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে হবে দলকে। এই ঠাসা সূচির মাঝে ক্রিকেটারদের উপর থেকে চাপ কমাতেই কোচ এই উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, দলের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং বন্ডিং (বন্ধন) আরও মজবুত করতেও এই ধরনের ঘরোয়া মুহূর্তগুলি বিশেষভাবে সাহায্য করে।

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। অজিদের মাটিতে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজের প্রায় সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।