“সব ভারতীয়রা ক্ষুব্ধ”-দেশের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন PM মোদী

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথাও বলেছেন। অভিযুক্ত আইনজীবীকে বলতে শোনা গিয়েছে, ‘সনাতনের অপমান সহ্য করব না’।
সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি ভারতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্ট চত্বরে তাঁর উপর হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনও স্থান নেই। এটা অত্যন্ত লজ্জাজনক।”
তিনি আরও যোগ করেন, “বিচারপতি গবইয়ের ধৈর্য ও সংযমের প্রশংসা করি। এটা ন্যায়বিচারের মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে শক্তিশালী করার প্রতি তাঁর দায়বদ্ধতার প্রতিফলন।”
জুতো ছোড়ার চেষ্টা ও অভিযুক্তের পরিচয়
জানা গিয়েছে, প্রধান বিচারপতি গবইয়ের সামনেই আইনজীবী রাকেশ কিশোর ডেস্কে গিয়ে জুতো খুলে বিচারকের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। তবে আদালতকক্ষে উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁকে বের করে আনেন। আটক আইনজীবীকে বলতে শোনা যায়, ‘সনাতনের অপমান আমি সহ্য করব না’। রাকেশ কিশোর ২০১১ সাল থেকে সুপ্রিম কোর্ট বারে নিবন্ধিত ছিলেন।
শান্ত ছিলেন বিচারপতি গবই, সাসপেন্ড হলেন অভিযুক্ত
এই ঘটনার পরেও প্রধান বিচারপতি বিআর গবই আগাগোড়া শান্ত ছিলেন এবং আদালতের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বলেন। তিনি মন্তব্য করেন, “এ সব উপেক্ষা করুন। আমরা প্রভাবিত হই না। এই সব ঘটনা আমাকে প্রভাবিত করে না।”
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আইনজীবী সংগঠনগুলি। বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের লাইসেন্স বাতিল করে তাঁকে সাসপেন্ড করেছে। সাসপেনশনের ফলে তিনি এখন থেকে কোনো আদালত বা ট্রাইব্যুনালে ওকালতি করতে পারবেন না। বিসিআই তাঁকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে।