‘জয়ের রান করবে রিঙ্কু’, সেই ইচ্ছা পূরণের পরেই বোনকে কী দিলেন তারকা ক্রিকেটার?

মাঠে যেমন শান্ত, মাঠের বাইরেও ঠিক ততটাই পারিবারিক ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। গোটা টুর্নামেন্টে মাত্র একটি বল খেলার সুযোগ পেয়েছিলেন, আর সেই বলেই এসেছিল ভারতের ট্রফি জয়ের রান! এশিয়া কাপের সেই ‘উইনিং স্ট্রোক’-এর রেশ কাটতে না কাটতেই এবার তিনি উঠে এলেন শিরোনামে, তবে এবার ক্রিকেটীয় কারণে নয়। বোন নেহা-কে একটি বিশেষ উপহার দিয়েছেন তিনি।

বোনকে লাল রঙের ইলেকট্রিক স্কুটার!
দেশে ফেরার পরই আর দেরি করেননি কেকেআর (KKR)-এর এই ব্যাটার। বোন নেহাকে একটি নতুন ইলেকট্রিক স্কুটার কিনে দিয়েছেন তিনি। আলিগড়ের সেই স্বপ্নের বাড়ির সামনে লাল রঙের সেই স্কুটারটির ছবি ও ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রিঙ্কু। ছবিতে স্কুটারের পাশে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে বোন নেহাকেও।

রিঙ্কুর সেই ‘কাগজের টুকরো’ ও মায়ের নামে বাড়ি
রিঙ্কুর কাছে এই উইনিং স্ট্রোকটি ছিল বিশেষ। কারণ, এশিয়া কাপ ফাইনালের আগে কাগজের একটি টুকরোয় তিনি নিজেই লিখে রেখেছিলেন, “জয়ের রান করবে রিঙ্কু”। তাঁর সেই কথা মিলে যাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই উচ্ছ্বাসেই বোনকে এই দামি উপহারটি দিয়েছেন রিঙ্কু।

উল্লেখ্য, গত নভেম্বরে প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে আলিগড়ে একটি বাড়ি কেনেন রিঙ্কু সিং। পরিবারের সকলকে নিয়ে এখন তিনি সেই বাড়িতেই থাকেন। রিঙ্কু তাঁর সেই স্বপ্নের বাড়ির নাম রেখেছেন মায়ের নামে – ‘বীণা প্যালেস’।

Editor001
  • Editor001