মালদহ সীমান্তে গরু পাচারকারীদের হাতে BSF ইন্সপেক্টরের মর্মান্তিক মৃত্যু! নিরাপত্তা নীতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর গরু পাচার রুখতে গিয়ে প্রাণ হারালেন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর এক ইন্সপেক্টর। মালদহ জেলার আগ্রা বর্ডার আউটপোস্ট (BOP)-এর কাছে ৪ অক্টোবর মাঝরাতের দিকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি (COI) গঠন করেছে বিএসএফ।

মাঝরাতে আগ্রা সীমান্তে কী ঘটেছিল?
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ইন্সপেক্টর কপিল দেও সিং-এর নেতৃত্বে একটি টহলদার দল মধ্যরাতে চোরাকারবারিদের একটি দলকে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করতে দেখেন।

বিএসএফ জওয়ানরা প্রথমে পাচারকারীদের থামাতে তিন রাউন্ড গুলি চালান।

কিন্তু তাতে না দমে উল্টে চোরাকারবারিরা বড় ছুরি এবং লাঠির মতো ধারালো অস্ত্র নিয়ে নিরাপত্তা কর্মীদের ওপর আক্রমণ করে।

এই সময় ইন্সপেক্টর সিং পাচারকারীদের ধাওয়া করার সময় পিছলে গিয়ে অজ্ঞান হয়ে যান।

ইন্সপেক্টর সিংকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যু নিয়ে ধোঁয়াশা, কাঠগড়ায় নীতি!
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শক সিং-এর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

তবে এই ঘটনায় সীমান্তে নিরাপত্তা কর্মীদের জন্য থাকা অস্ত্র ব্যবহারের নীতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সিনিয়র আধিকারিকদের মতে, অপরাধীদের বিরুদ্ধে প্রথমে নন-লেথাল (কম ক্ষতিকারক) অস্ত্র এবং পরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নীতি – দুই দিক থেকেই দুষ্কৃতীদের আরও সাহস জুগিয়েছে। ফলস্বরূপ, এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে এবং পাচারকারীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে।

Editor001
  • Editor001