“এই জন্যই বিহারের মানুষ এমন!”-পাহাড়ে নোংরা করায় চরম অপমান, উচিত শিক্ষা দিলেন যুবক

বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ের রাস্তায় গাড়ি থেকে ভেজা ডায়াপার ফেলে দেওয়ায় তৈরি হলো তীব্র উত্তেজনা। স্থানীয় এক যুবকের প্রতিবাদ এবং পর্যটকের সঙ্গে তাঁর বাদানুবাদের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি আবারও দেশের পর্যটকদের মধ্যে ‘সিভিক সেন্স’ বা নাগরিক দায়িত্ববোধের অভাবের বিষয়টিকে সামনে এনেছে।

কী ঘটেছিল রাস্তায়?
জানা গেছে, বিহারের কয়েকজন পর্যটক গাড়ি নিয়ে দার্জিলিঙের একটি দর্শনীয় স্থানে ঘুরতে এসেছিলেন। সুযোগ বুঝে গাড়ি থেকে রাস্তার ধারে একটি ভেজা ডায়াপার ফেলে দেন তাঁরা। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক স্থানীয় যুবক। পর্যটকদের এই ভুল কাজ দেখে তিনি তাঁদের উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি দ্রুত এগিয়ে গিয়ে গাড়ির ড্রাইভারের আসনে বসা ব্যক্তিকে বলেন, “আপনারা একটা ডায়াপার ফেলেছেন। এটা তুলে নিন।”

পর্যটকের পালটা যুক্তি ও তর্ক
যুবকের এই কথা শুনে গাড়িতে বসা ব্যক্তিটি পালটা তর্ক জুড়ে দেন। তিনি নির্বিকারভাবে বলেন, “এই জায়গাটা এমনিতেই নোংরা।”

তবে প্রতিবাদী যুবকটি সেই কথা শুনতে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ওটা ছাড়ুন। আমরা এই জায়গাটা খুবই পরিষ্কার রাখি। তাই ডায়াপারটা তুলে নিন।” পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে শেষ পর্যন্ত গাড়ির ট্যুরিস্টরা বাধ্য হন গাড়ি দাঁড় করিয়ে সেই ডায়াপার তুলে নিতে।

বিহারের প্রসঙ্গ টেনে উত্তাপ বৃদ্ধি
তর্ক চলার সময় দার্জিলিঙের সেই যুবক পর্যটকদের কাছে তাঁদের কোথা থেকে আসা তা জানতে চান। গাড়ির নম্বর প্লেটে তাকিয়ে তিনি নিশ্চিত হন যে গাড়িটি বিহারের। এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

গাড়িতে থাকা মানুষটি তখন তাঁকে ভিডিয়ো পোস্ট করার জন্য উসকানি দিয়ে বলেন, “এগিয়ে যাও, পোস্ট করে দাও ভিডিয়ো।” এর উত্তরে সেই যুবক মন্তব্য করেন, “দেখুন, এমনই হল বিহারের মানুষ। এনাদের উচিত বাচ্চার ডায়াপার ডাস্টবিনে ফেলার। তবে তারা সেটা এখানে ফেলে নোংরা করছে।”

এই গোটা ঘটনার ভিডিওটি রেডিটে r/IndianCivicFails পেজে পোস্ট করা হয়েছে।

এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের মতে, পর্যটকদের এই ধরনের খারাপ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে, ভুল করেও আবার তর্ক জুড়ে দেওয়ার প্রবণতা অত্যন্ত নিন্দনীয়।

অন্যদিকে, নেটিজেনদের বড় একটি অংশ দার্জিলিঙের সেই প্রতিবাদী যুবকের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সাহসী পদক্ষেপ যে সঠিক, সেটাই জানিয়েছেন সকলে। তবে ভিডিওটি স্পষ্ট করে দিয়েছে যে, দেশের অনেক মানুষের মধ্যেই এখনও নাগরিক দায়িত্ববোধ বা ‘সিভিক সেন্স’ জন্মায়নি, যার ফলেই যেখানে খুশি আবর্জনা ফেলার প্রবণতা দেখা যাচ্ছে।

Editor001
  • Editor001