উৎসবের মাঝে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর! বিধাননগরে আতঙ্ক, এনএস-১ পজিটিভ আসতেই যা ঘটল,

উৎসবের মরশুমের মধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। ১৫ বছর বয়সি ওই কিশোরী বিধাননগরের ইএসআই আবাসনের বাসিন্দা ছিল এবং ভারতী বিদ্যাভবন হাইস্কুলের ছাত্রী ছিল। তার রক্ত পরীক্ষায় ডেঙ্গি এনএস-১ পজিটিভ এসেছিল। এই ঘটনায় বিধাননগর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে টানা জ্বরে ভুগছিল ওই কিশোরী। শরীরের তাপমাত্রা না কমায় চিকিৎসকের পরামর্শে ডেঙ্গির পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পরই তাকে বালিগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রাখতে হয়।

জানা গিয়েছে, বিধাননগর ইএসআই আবাসনের আরও একজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এবং তাঁকেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

পুজোর জমা জলে বাড়ছে বিপদ
পুজোর আগে ও নবমীর রাতে শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর ফলে কলকাতা ও শহরতলির বহু এলাকায় জল জমে যায়, যা নামতে বেশ কয়েক দিন সময় লেগে যায়।

মশার উপদ্রব: পুজো মণ্ডপ বাঁধতে রাস্তায় যে গর্তগুলি করা হয়েছিল, সেগুলিতেও জল জমে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক সজল ঘোষ মনে করছেন, পুজোর পর থেকে শহরে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তিনি বলেন, “প্রশাসন ও পুরসভাকে দায়িত্ব নিতে হবে। পুজোর জন্য রাস্তায় গর্ত করা হয়েছে। সেখানে জল জমে ডেঙ্গির মশা জন্ম নেয়।”

কখন সতর্ক হবেন? চিকিৎসকদের পরামর্শ
ডেঙ্গি আক্রান্ত কিশোরীর মৃত্যুর পর দ্রুত সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, ডেঙ্গি মারণ রোগ তখনই, যখন তা শনাক্ত করার ক্ষেত্রে বিলম্ব হবে। তাঁর পরামর্শ:

জ্বর যদি দু’দিনের বেশি থাকে, তাহলে অবশ্যই ডেঙ্গি ও ম্যালেরিয়ার টেস্ট করানো প্রয়োজন।

যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালু করলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।

যাঁদের কো-মর্বিডিটির সমস্যা রয়েছে, জ্বর হলে তাঁদের অতিরিক্ত সচেতনতা অবলম্বন করা প্রয়োজন।

Editor001
  • Editor001