ইসরায়েল-হামাস সংঘাত, ‘তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, না হলে রক্তের বন্যা বইবে!’ কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের শতাব্দীপ্রাচীন সঙ্ঘাত মেটাতে এবার সরাসরি ময়দানে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল— উভয় পক্ষকেই কড়া বার্তা দিয়েছেন তিনি। সোমবার মিশরে দুই পক্ষের মধ্যে বৈঠক শুরুর আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একযোগে শান্তি ফেরানোর এই চূড়ান্ত বার্তা দেন।
ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি: ‘সময়ই আসল’
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার মিশরে ইজরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই ট্রাম্প তাঁর কড়া অবস্থান তুলে ধরেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই শতাব্দীপ্রাচীন দ্বন্দ্বের দিকে আমি নজর রেখেছি এবং রাখব।”
তিনি আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “সময়ই আসল, না হলে রক্তের বন্যা বইবে। সেটা কেউ দেখতে চায় না।”
ট্রাম্প জানিয়েছেন, হামাস সহ বিশ্বের একাধিক দেশের সঙ্গে তাঁর এই বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি আশাবাদী যে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরবে।
গাজায় শান্তির বার্তা, এদিকে চলছে হামলা
ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ বন্ধ করার পাশাপাশি ট্রাম্প এও জানান যে, গাজায় অতিদ্রুত শান্তি ফেরানোর তোড়জোড় চলছে। তিনি বলেন, গাজার পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে আরব ও পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে তাঁর কথা হয়েছে। এই মুহূর্তে গাজায় শান্তি ফেরানোই সব থেকে বেশি অগ্রাধিকার পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
তবে ট্রাম্পের এই শান্তির বার্তার মধ্যেই উদ্বেগ বাড়াল অন্য একটি ঘটনা। রবিবার ফের গাজায় হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনী। এই মারণ হামলায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের বার্তা এবং আন্তর্জাতিক চাপের পরেও আদেও গাজায় শান্তি ফেরানো সম্ভব হবে কি না।