আত্মনির্ভর ভারতের বিজয়গাথা, নৌবাহিনীতে যুক্ত হলো অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ ‘আইএনএস আন্দ্রোথ’

ভারতীয় নৌবাহিনীর সামরিক সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফ্ট (ASW SWC) শ্রেণির দ্বিতীয় যুদ্ধজাহাজ আইএনএস আন্দ্রোথ আজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন করা হলো। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এর নির্মিত এই অত্যাধুনিক জাহাজটিকে সোমবার বিশাখাপত্তনম নৌ ডকইয়ার্ডে এক বিশেষ অনুষ্ঠানে যুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল রাজেশ পেন্ধারকর, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ, ইস্টার্ন নেভাল কমান্ড।
‘মেক ইন ইন্ডিয়া’র প্রতীক: বৈশিষ্ট্য ও সক্ষমতা
লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জের আন্দ্রোথ দ্বীপের নামানুসারে এই যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর জিআরএসই এটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেয়। আইএনএস আন্দ্রোথ-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— এটিতে ৮৮ শতাংশ দেশীয় উপাদান ব্যবহৃত হয়েছে, যা ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সুস্পষ্ট প্রতিফলন।
আইএনএস আন্দ্রোথের প্রধান সক্ষমতা:
সাবমেরিন মোকাবিলা: এটি উপকূলবর্তী অগভীর জলে সাবমেরিন নজরদারি, সার্চ এবং আক্রমণ চালাতে সক্ষম। মাত্র ২.৭ মিটার ড্রাফট থাকায় এটি সাবমেরিনের হুমকি মোকাবিলায় বিশেষ সুবিধা দেবে।
অস্ত্র: জাহাজে জিআরএসই-এর নিজস্ব নির্মিত ৩০ মিমি নৌসারফেস গান সংযোজন করা হয়েছে। এছাড়াও এতে হালকা টর্পেডো ও অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার রকেট যুক্ত রয়েছে।
গতি ও কর্মী: তিনটি ওয়াটার জেট (মেরিন ডিজেল ইঞ্জিন সংযুক্ত) বসানো হয়েছে, যা এটিকে দ্রুতগামী করে তুলেছে। এই জাহাজে সাতজন অফিসার-সহ মোট ৫৭ জন নৌসেনা থাকবেন।
শীর্ষকর্তাদের বক্তব্য: ‘আত্মনির্ভরতার যাত্রায় অমূল্য অবদান’
কমিশন অনুষ্ঠানে ভাইস অ্যাডমিরাল রাজেশ পেন্ধারকর জিআরএসই-এর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “৮০ শতাংশেরও বেশি দেশীয় উপাদানে তৈরি আন্দ্রোথ দেখিয়ে দিল ভারত এখন নিজস্ব দক্ষতা, প্রযুক্তি ও অঙ্গীকারের মাধ্যমে সর্বোচ্চ মান বজায় রেখে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম। এটি ভারতের সম্মিলিত শক্তি ও যোগ্যতার প্রতীক।”
জিআরএসই-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডর পি.আর. হরি (অব.) বলেন, ভারতীয় নৌবাহিনীর জন্য এত শক্তিশালী ASW SWC নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই চুক্তি অনুযায়ী বাকি জাহাজগুলোও হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনী মোট ১৬টি অ্যাডভান্সড ASW SWC নির্মাণের অর্ডার দিয়েছিল। এর মধ্যে আটটি জাহাজ তৈরি করছে জিআরএসই। আইএনএস আন্দ্রোথ-এর অন্তর্ভুক্তি শুধু নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধিই করল না, দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণ ক্ষেত্রে ভারতের সাফল্যের নতুন দিগন্তও উন্মোচন করল।