বন্যা দুর্গতদের কাছে গিয়েই আক্রান্ত বিজেপি সাংসদ! রক্তাক্ত খগেন মুর্মু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন সুধাংশু ত্রিবেদী!

উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ শংকর ঘোষ এবং বিধায়ক খগেন মুর্মু। হামলার জেরে রক্তাক্ত অবস্থায় বিধায়ক খগেন মুর্মুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই গুরুতর ঘটনাকে কেন্দ্র করে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা ও জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।

“মমতার কাছে প্রথমে উৎসব”: কার্নিভাল বিতর্ক টেনে খোঁচা
বিজেপি নেতাদের উপর হামলার পরই গতকালের দুর্গাপূজার কার্নিভ্যালে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, “মমতার কাছে প্রথমে উৎসব। একদিকে যখন বন্যায় মানুষ হাহাকার করছে, তখন তিনি উৎসবের আনন্দে মেতেছিলেন। আর আজ বিজেপির দুই সঙ্গী বন্যা কবলিতদের সাহায্যার্থে এসে দাঁড়ালে তাদের মার খেতে হল।”

বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ নিয়ে তৃণমূল সরকারের গাফিলতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “মমতা কেন্দ্রকে দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকছেন। রাজ্যে ত্রাণ বিতরণে চরম দুর্নীতি চলছে।”

“আদিবাসীদের হেয় করার চেষ্টা”: গ্লাভস পরে নাচের ভিডিও টেনে আক্রমণ
আক্রান্ত বিধায়ক খগেন মুর্মুর আদিবাসী পরিচয়কে সামনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের প্রতি অবমাননার গুরুতর অভিযোগ তুলেছেন ত্রিবেদী। তিনি বলেন, “খগেন মুর্মু আদিবাসী জনজাতির প্রতিনিধি। তাকেও রক্তাক্ত হতে হল। মমতা আদিবাসীদের প্রতি অবমাননা করে চলেছেন।”

ত্রিবেদী এক পুরোনো ভিডিওর উল্লেখ করে আরও মারাত্মক অভিযোগ করেন: “আদিবাসীদের সঙ্গে নাচার সময় মমতা হাতে গ্লাভস পরেছিলেন। এটা আদিবাসীদের হেয় করার এবং তাদের অচ্ছুৎ দেখানোর প্রচেষ্টা।” এই মন্তব্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর আদিবাসী-বিরোধী মনোভাবের অভিযোগকে আরও জোরালো করেছে।

পাহাড়ে ভয়াবহ বন্যা: তৃণমূল-বিজেপি তরজা
গত কয়েকদিনের ভারী বর্ষণে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের তিস্তা ও জলঢাকা নদীর জলস্ফীতিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ হয়েছেন বাস্তুহারা।

পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ১০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন।

এদিকে, বিজেপি নেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেন, “বিজেপি নেতারা ত্রাণের নামে রাজনীতি করতে গিয়ে স্থানীয়দের উস্কানি দিয়েছে। তাই তারা জনগণের ক্ষোভের মুখে পড়েছে।” তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সুধাংশু ত্রিবেদী বাংলার পরিস্থিতি বোঝেন না। মমতা দিদি আদিবাসীদের জন্য কাজ করছেন, বিজেপি শুধু মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”

Editor001
  • Editor001