পেটের টানে ‘গুজরাটে মৃত্যু’ নন্দীগ্রামের ২ যুবকের! গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি, গোটা এলাকায় শোকের ছায়া

পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দুই যুবকের। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামের কালীচরণপুরের বাসিন্দা প্রণব দিন্দা (২৫) এবং চন্দন দাস (২৯) গুজরাটে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। এই অস্বাভাবিক মৃত্যুতে দুই পরিবার-সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, পরিবারের একমাত্র আয়ের উৎস হারাল ২ পরিবার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রণব দিন্দা এবং চন্দন দাস পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে গিয়েছিলেন গ্যাসের পাইপলাইন রিপেয়ারিংয়ের কাজ করতে। গ্যাস লাইনে ওয়েল্ডিং করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে খবর, প্রণব ও চন্দন দু’জনেই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র আয়ের উৎস।

প্রণব দিন্দার বাবা শারীরিক প্রতিবন্ধী, চলাফেরা করতে পারেন না। প্রণবের রোজগারেই কোনওমতে চলত তাঁদের সংসার।

অপরদিকে, চন্দন দাসের সংসারে রয়েছে তাঁর স্ত্রী, নয় বছরের এক মেয়ে এবং মাত্র চার বছরের একটি ছেলে। এই অকালমৃত্যুর ফলে দুটি পরিবারই বর্তমানে চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছে।

জানা গিয়েছে, আনুমানিক আজ সন্ধ্যা ছ’টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে নিহত দুই যুবকের মরদেহ গুজরাট থেকে নন্দীগ্রামের কালীচরণপুরের উদ্দেশে রওনা দেবে। প্রিয়জনদের নিথর দেহ কখন গ্রামে এসে পৌঁছাবে, সেই অপেক্ষায় প্রহর গুণছে গোটা এলাকা।

Editor001
  • Editor001