অধিনায়কত্ব হারানোর পরই মুখ খুললেন সিরাজ! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার আসল কারণ ফাঁস করলেন রোহিতকে নিয়ে!

অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন কেড়ে নেওয়ার পরই ক্রিকেট মহলে তোলপাড়। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাঁর বাদ পড়া নিয়ে এতদিন ধরে চলতে থাকা বিতর্কে মুখ খুললেন তারকা পেসার মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে উজাড় করে দিলেও কেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি, সেই রহস্য ফাঁস করলেন সিরাজ নিজেই।

সিরাজ জানালেন, তিনি বাদ পড়েননি, বরং অধিনায়ক রোহিত শর্মা নিজেই তাঁকে বিশ্রামের সুযোগ দিতে চেয়েছিলেন।

“স্পিনারদের দরকার ছিল, তাই রোহিত ভাই আমাকে বেঞ্চে বসাতে চাননি”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল থেকে বাদ পড়া নিয়ে সিরাজের স্পষ্ট ভাষ্য, “আমার আত্মবিশ্বাস ছিল যে আমি তিনটি ফরম্যাটেই ভালো করব। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দুবাইয়ে। সেখানে তখন প্রচণ্ড গরম ছিল এবং পিচও ছিল স্পিনার-সহায়ক। তাই আমাদের স্কোয়াডে স্পিনারদেরই বেশি প্রয়োজন ছিল।”

সিরাজ আরও বলেন, রোহিত ভাই তাঁকে সরাসরি জানিয়েছিলেন যে, যেহেতু পেসারদের খুব বেশি কাজে লাগানো হবে না, তাই বেঞ্চে বসিয়ে রাখার জন্য তাঁকে দলে নিতে চাননি। রোহিতের পরামর্শ ছিল— “পরিবারের সঙ্গে সময় কাটাও, প্র্যাকটিস চালিয়ে যাও এবং ফিটনেস নিয়ে কাজ কর।” কারণ, ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলার পরই এশিয়া কাপ ছিল, ফলে বিশ্রামের সুযোগ খুবই কম ছিল।

অধিনায়কত্ব গেল রোহিতের: আগরকরের স্পষ্ট বার্তা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণার পরই ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। প্রধান নির্বাচক অজিত আগরকর এর কারণ ব্যাখ্যা করে বলেন, “তিনটি ফরম্যাটে তিনজন অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। ওয়ানডে ফরম্যাট এখন সবচেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ককে সময় দিতে হবে।”

ফলে, রোহিত শর্মা দলে জায়গা পেলেও, তাঁর হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। বিরাট কোহলিও দলে জায়গা পেয়েছেন, তবে ‘হিটম্যানের’ হাত থেকে নেতৃত্ব চলে যাওয়ায় জাতীয় দলের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে কিনা, সেই নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা।

সিরাজের রেকর্ড: স্টার্ককেও ছাপিয়ে গেলেন ‘মিয়া ম্যাজিক’
এদিকে, রোহিতের নেতৃত্ব হারানোর দিনে, মাঠের পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে ফর্মে ১৮৬ ওভার বল করে ২৩ উইকেট তুলে নেওয়ার পর, আইসিসি তাঁকে আগস্ট মাসের সেরা বোলার-এর স্বীকৃতি দিয়েছে।

বর্তমানে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় সেশন চলছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম সেশনেই ক্যারিবিয়ানরা ধরাসায়ী। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ২৫ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান তোলে তারা। ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেন সিরাজ। প্রথম সেশনে তিন উইকেট তুলে নিয়ে এই বছর টেস্টে ৩০ উইকেট সংগ্রহ করে নজির গড়লেন তিনি। এই বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে মিচেল স্টার্ককে (২৯ উইকেট) ছাপিয়ে গেলেন ‘মিয়া ম্যাজিক’ সিরাজ।

Editor001
  • Editor001