রাত সাড়ে ১১টায় ভয়ঙ্কর সংঘর্ষ, টেম্পো ট্রাভেলার বাসে ধাক্কা মারতেই ঘটল দুর্ঘটনা, তদন্তে শিবাজি পার্ক পুলিশ

রবিবার গভীর রাতে মুম্বইতে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৩৭) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। সরকারি রেকর্ড অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত প্রায় ১১:৩০ মিনিট নাগাদ।

জানা গিয়েছে, প্রাতীক্ষা নগর ডিপো থেকে ওরলি ডিপোর দিকে ফিরছিল একটি মেটেশ্বরী ভেজা-লিজ বাস। বাসটি যখন প্লাজা বাস স্টপে পৌঁছায়, ঠিক সেই সময় দাদা টিটি থেকে শিবাজি পার্কের দিকে আসা একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডান দিকের চাকায় সজোরে ধাক্কা মারে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
টেম্পো ট্রাভেলারটির ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকে কাত হয়ে যায় এবং বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পথচারী ও যাত্রীদের আঘাত করে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহাবুদ্দিনের।

আহত চারজন হলেন— রাহুল অশোক পাডালে (৩০), রোহিত অশোক পাডালে (৩৩), অক্ষয় অশোক পাডালে (২৫) এবং বিদ্যা রাহুল মোতে (২৮)।

ক্ষয়ক্ষতি ও তদন্ত
বাসের কন্ডাক্টর এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে সিয়ন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের চিকিৎসা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, টেম্পো ট্রাভেলারটি শুধু বাসে ধাক্কা দিয়েই থামেনি, এটি একটি ট্যাক্সি এবং একটি পর্যটক গাড়ির সাথেও সংঘর্ষ ঘটায়, যার ফলে উভয় গাড়িরই ক্ষতি হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের টায়ার ফেটে যায় এবং উইন্ডস্ক্রিন ভেঙে যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে শিবাজি পার্ক পুলিশ স্টেশন।