উত্তরবঙ্গে হাহাকার, আর কলকাতায় কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী! মমতা সরকারকে চরম আক্রমণ শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ যখন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে, সেই সময়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক্স (X) বার্তার মাধ্যমে তিনি অভিযোগ করেন, সরকার ও প্রশাসন এই গুরুতর সংকটের মুখে অনুপস্থিত, তারা ব্যস্ত কার্নিভালের সফল আয়োজন নিয়ে।
শুভেন্দু অধিকারী লেখেন:
“উত্তরবঙ্গ যখন অবিরাম বৃষ্টিতে লন্ডভন্ড, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-এর পাহাড়ি অঞ্চল সমতল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্যাদুর্গত এলাকায় যখন মানুষ খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের অভাবে কষ্টের মধ্যে রয়েছেন তখন পশ্চিমবঙ্গ সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।”
তাঁর অভিযোগ, এমন এক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী “আনন্দে ভেসে গিয়ে মঞ্চে সিনেমার আর্টিস্টদের সাথে পায়ে পায়ে তাল মেলাচ্ছেন!”
বিজেপি-র কাজের খতিয়ান তুলে ধরলেন বিরোধী দলনেতা
অন্যদিকে, মুখ্যমন্ত্রী ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেন যে বিজেপি-র জনপ্রতিনিধিরাই দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি লেখেন:
“বিজেপি’র বিধায়ক, সাংসদ এবং অন্যান্য নেতারা অক্লান্তভাবে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলেছেন। খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা, ত্রাণ সামগ্রী বিতরণ করা, আমাদের দলের সাধারণ কার্যকর্তারা রাতদিন পরিশ্রম করে মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছেন।”
বিরোধী দলনেতার এই মন্তব্য রাজ্যে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা আরও বাড়িয়ে দিল।