ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে বিজেপি সাংসদ ও বিধায়ক! ডুয়ার্সে চরম উত্তেজনা, আক্রান্ত সাংবাদিকরাও

বন্যা কবলিত নাগরাকাটায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে স্থানীয়দের আক্রমণের শিকার হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। ত্রাণ বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও।

জানা গিয়েছে, ডুয়ার্সের এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্গতদের সাহায্য করতে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু সেখানে পৌঁছনোর পরই তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং একসময় তা হামলায় রূপ নেয়। সাংসদ ও বিধায়কের উপর আক্রমণ চালানো হয় এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্থানীয় সাংবাদিকদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ।

হামলা নিয়ে কী বলছেন শংকর ঘোষ?
এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। যদিও তাঁর বক্তব্য এবং এই হামলার পিছনে ঠিক কারা রয়েছে সেই বিষয়ে মূল প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য না থাকায়, এখানে তাঁর বক্তব্য সরাসরি দেওয়া সম্ভব নয়।

তবে এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের দিকে। অন্যদিকে, শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রশ্ন উঠছে, ত্রাণের মতো মানবিক কাজে গিয়ে কেন এমন আক্রমণের মুখে পড়তে হলো জনপ্রতিনিধি ও সাংবাদিকদের? কারা এই হামলা চালালো এবং এর পিছনে কি কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল? স্থানীয় বিধায়কের বক্তব্য এবং পুলিশি তদন্তের পরই এই হামলার প্রকৃত কারণ সামনে আসার সম্ভাবনা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি।