ডিভিসি-র বিরুদ্ধে বিস্ফোরক মমতা, ‘ম্যান-মেড’ বন্যা থেকে মুক্তি পেত উত্তর-দক্ষিণবঙ্গ, ড্রেজিং কেন করছে না কেন্দ্র?

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা হওয়ার আগে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং ডিভিসি (DVC)-র বিরুদ্ধে ‘ম্যান-মেড’ বন্যা তৈরির গুরুতর অভিযোগ তুললেন। ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ডিভিসি ইচ্ছাকৃতভাবে পলি তোলার কাজ করছে না, যার ফলস্বরূপ উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষকে এই দুর্দশার শিকার হতে হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন:

“যদি কেন্দ্রীয় সরকার গঙ্গা-হুগলি নদীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রেজিংয়ের কাজ করত এবং যদি ডিভিসি তাদের পলি তোলার কাজ করত, তবে আমাদের মানুষ উত্তর ও দক্ষিণবঙ্গে এই ম্যান-মেড বন্যার অনেক দুর্দশা থেকে মুক্তি পেতেন। ডিভিসি সেই কাজ ইচ্ছাকৃতভাবে করছে না।”

কেন্দ্রীয় অর্থ ব্যয় নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
ডিভিসির বাঁধ ও ব্যারেজগুলিকে ‘রাজ্যের বিরুদ্ধে ব্যবহার’ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় সরকারের টাকা যদি অন্যান্য অপ্রাসঙ্গিক এবং জনবিরোধী কাজে নষ্ট না করে বাংলায় প্রয়োজনীয় জনকল্যাণমূলক কাজে খরচ করা হত, তাহলে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত।

অন্যদিকে, তিনি জানান, রাজ্যের সেচ বিভাগ নিজেরা যেসব কাজ করছে, বিশেষ করে চেক ড্যাম তৈরি, তা অনেক এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হয়েছে।

উত্তরবঙ্গ পরিদর্শনে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী আরও জানান যে তিনি আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কিছু এলাকা পরিদর্শন করবেন। তিনি লেখেন, “আমরা আছি, সর্বদা, প্রতি মুহূর্তে।” তাঁর পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও কর্মীরা কীভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন, তার কিছু ছবিও তিনি ভাগ করে নেন।

মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, তাঁর প্রশাসন প্রতিটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের কাছে সমস্ত মানবিক সাহায্য পৌঁছে দেবে।