MBBS ছাত্রীকে টানা এক মাস ধর্ষণ! ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে পাশবিক অত্যাচার, দিল্লিতে ভয়ঙ্কর অভিযোগ

দেশের রাজধানী দিল্লিতে এক MBBS ছাত্রীকে এক মাস ধরে লাগাতার ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার মারাত্মক অভিযোগ উঠল। অভিযোগকারিনী ১৮ বছর বয়সি ওই তরুণীর দাবি, তাঁরই পরিচিত ও বন্ধুরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগর এলাকার একটি হোটেলে এই পাশবিক অত্যাচার করা হয়।

নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা ধর্ষণের ঘটনার ভিডিও করে রাখে এবং সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে এক মাস ধরে বার বার ধর্ষণ করত। এই ভয়াবহ অত্যাচারের শিকার হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওই ছাত্রী।

কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ঘটনাটির সূত্রপাত।

হরিয়ানার জিন্দের বাসিন্দা ওই তরুণী দিল্লিতে একটি হোস্টেলে থেকে ডাক্তারি পড়ছিলেন।

অভিযোগ, সেদিন তিনি একটি পার্টিতে যোগ দিতে হোটেলে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্তরা তাঁর পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেয়।

অচেতন অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয় এবং সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখা হয়।

এই ভিডিও ফাঁসের হুমকি দিয়েই এরপর তাঁকে লাগাতার ব্ল্যাকমেইল ও ধর্ষণ করা হতে থাকে।

অবশেষে সমস্ত ভয় কাটিয়ে নির্যাতিতা তাঁর পরিবারকে গোটা ঘটনা জানান এবং গত বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশের তৎপরতা
পুলিশ ইতিমধ্যেই একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত ২০ বছর বয়সী এক যুবক, যে নির্যাতিতারই পরিচিত। সে বর্তমানে পলাতক। অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।