ট্রাম্পের নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় হামলা, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কড়া ধমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট

প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিয়ে ফের গাজায় আক্রমণ করেছে ইজরায়েল। নেতানিয়াহুর এই হামলায় আরও ৬ জন গাজাবাসীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কড়া ধমক খেলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতিবাচকতা ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের
হামাসের যুদ্ধবন্দী ফেরানর ইতিবাচক বার্তার পরই ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে ‘সুখবর’ হিসেবে দেখছেন না নেতানিয়াহু। তবে ট্রাম্প এখন সম্পূর্ণ অন্য পথে হাঁটছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর আগ্রাসী মনোভাবের সমালোচনা করে ট্রাম্প তাঁকে হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, “আপনি এত নেতিবাচক হওয়া বন্ধ করুন। দু-বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে চলেছে। হামাসের উপর হামলা করলে জয় হাতছাড়া হবে।”

বর্তমানে হামাসের কাছ থেকে ‘শান্তির ইঙ্গিত’ মেলায় সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ ট্রাম্প প্রশাসন। কিন্তু নেতানিয়াহুর নেতিবাচক এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য ‘বিশ্বের অষ্টম যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের’ লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে তাঁর ওপর ক্ষুণ্ণ হচ্ছেন ট্রাম্প।

শান্তি স্থাপনে মিশরে বৈঠক আজ
যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসন জোরদার চেষ্টা চালাচ্ছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজমাধ্যমে ট্রুথ সোশ্য়ালে জানান, “হামাসের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে।” যত দ্রুত সম্ভব প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ বন্ধ করতে চাইছেন তিনি।

এই চুক্তির অংশ হিসেবে, সোমবার হামাস, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার জন্য মিশরে মিলিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা গাজায় প্রায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান এবং ইজরায়েল ও গাজার বন্দীদের মুক্তির আহ্বান জানাবেন।